Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#8151
১.কুড়ি কোন শ্রেণীর শব্দ ?- দেশি।
২. দেশী শব্দ নয়- ধুতি ।
৩.বিদেশী শব্দ নয়- গঞ্জ ।
৪. কোনটি বিদেশী শব্দ নয়- ঢেঁকি ।
৫. সিডর কোন ভাষার শব্দ ?- সিংহতি।
৬. পাউরুটি কোন ভাষার শব্দ?- পর্তুগিজ।
৭. আলপিন কোন ভাষার শব্দ ?- পর্তুগিজ।
৮. নামায ও রোযা কোন ভাষার শব্দ ?- ফার্সি।
৯. রেস্তোরা কোন ভাষার শব্দ?- ফরাসি।
১০. ইংরেজ কোন ভাষার শব্দ?- পর্তুগিজ।
১১. সাবান ও আনারস শব্দ দুটি কোন ভাষা হতে এসেছে?- পর্তুগিজ।
১২. খিস্তিখেউড় কোন ভাষার শব্দ – বাংলা ।
১৩. কোনটি বিদেশী শব্দ ?- হায়াত ।
১৪. কোনটি বিদেশী শব্দ?- ফিতা।
১৫. আদালত শব্দটি কোন ভাষা থেকে বাংলা শব্দ সম্ভারে যুক্ত হয়েছে?- বিদেশি ।
১৬.কোনটি আরবি শব্দ ?- শরিফ
১৭. আরবি থেকে আগত শব্দ – তাকলিফ।
১৮. তেজরাত শব্দটি – আরবি।
১৯. তুফান শব্দটি কোন ভাষা হতে আগত?- আরবি।
২০. মুসাফির কোন ভাষার শব্দ?- আরবি।
২১. দালাল শব্দটি কোন ভাষা হতে বাংলা ভাষায় এসেছে?- আরবি।
২২. উকিল ও মক্কেল শব্দ দুইটি বাংলা ভাষা গ্রহণ করেছে- আরবি ভাষা থেকে।
২৩. তবলা শব্দটি উৎপত্তি কোন ভাষা থেকে ?- আরবি।
২৪. মোলায়েম শব্দটি কোন ভাষা থেকে বাংলা শব্দ সম্ভারে যুক্ত হওয়ছে- আরবি।
২৫. মশকরা ও মশগুল শব্দ দুটো – আরবি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    305 Views
    by rafique
    0 Replies 
    470 Views
    by rafique
    0 Replies 
    379 Views
    by rafique
    0 Replies 
    276 Views
    by rafique
    0 Replies 
    1635 Views
    by afsara

    ১.বাংলাদেশে কত প্রজাতির ইলিশ মাছ পাওয়া যায়? বাংল[…]

    ১.এক কোটিতে কত মিলিয়ন হয়?-উঃ ১০ মিলিয়ন। ২. ৫০ ট[…]