Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#8136
১.শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায়- তিন ভাগে ।
২. যেসব শব্দের বুৎপত্তিগত অর্থ অভিন্ন , তাকে বলে – যৌগিক শব্দ।
৩. যেসব শব্দের মূল অর্থ প্রকাশ না করে অন্য বিশিষ্ট অর্থ প্রকাশ করে- তাকে কি বলে?- রূঢ়ি শব্দ ।
৪. কোনটি যৌগিক শব্দ ? দৌহিত্র।
৫. সাংবাদিক শব্দটি একটি – যৌগিক ।
৬. সন্দেশ অর্থগত দিক হয়ে কোন শ্রেণীর শব্দ ?- রূঢ়ি।
৭. মিতালি কোন প্রকৃতির শব্দ?- যৌগিক ।
৮. কোনটি যোগরূঢ় শব্দ?- পঙ্কজ ।
৯. যোগরূঢ় শব্দের উদাহরণ কোনটি?- জলদ।
১০. নিচের কোনটি যোগরূঢ় শব্দের উদাহরণ?-আদিত্য ।
১১.অর্থবিচারে তুরঙ্গম কোন ধরনের শব্দ ?- যোগরূঢ়।
১২. যোগরূঢ় শব্দের উদাহরণ – রাজপুত ।
১৩. সার্ধশত জন্মবার্ষিকী ?- ক্রমবাচক।
১৪. বুৎপত্তিগতভাবে বাংলা ভাষার শব্দকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?- পাঁচটি।
১৫. বাংলা ভাষার শব্দ সম্ভারকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?- পাঁচটি।
১৬. বাংলা ভাষার শব্দসম্ভারে দেশী শব্দের ব্যবহার শতকরা – ২%।
১৭. বাংলা ভাষার শব্দসম্ভারে বিদেশী শব্দ কত ভাগ এসেছে?- ৮%।
১৮. বাংলা ভাষায় সবচেয়ে বেশি শব্দ এসেছে?-ফার্সি থেকে ।
১৯. চন্দ্র কোন শব্দের উদাহরণ ?- তৎসম ।
২০. নিচের কোনটি তৎসম শব্দ নয়- হারাম ।
২১. ব্যাকরণ শব্দটি –সংস্কৃত ।
২২. সংস্কৃত ভাষা থেকে যেসব শব্দ সোজাসোজি বাংলায় এসেছে ও যাদের রূপ অপরিবর্তিত রয়েছে,সেসব শব্দকে কি বলে?- তৎসম ।
২৩. নিচের কোনটি তৎসম শব্দ ?- সন্ধ্যা ।
২৪. কোনটি তৎসম শব্দ ?- ধর্ম।
২৫. সংস্কৃত শব্দ কোনটি তা নির্দেশ করুন- মাতা।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    491 Views
    by shahan
    0 Replies 
    278 Views
    by kajol
    0 Replies 
    1713 Views
    by shihab
    0 Replies 
    2462 Views
    by mousumi
    0 Replies 
    2624 Views
    by afsara

     ক্যালডীয় সভ্যতার স্থপতি –নেবুচাঁদনেজার। […]

    বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত?-উঃ ঢা[…]

     ব্যাসবাক্যের অপর নাম কি?-উঃ বিগ্রহবাক্য।  সমাস […]

     প্রভাবতী সম্ভাবষণ কার রচনা ?-উঃ ঈশ্বরচন্দ্র বিদ্[…]