Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#8127
১. প্রাতরাশ এর সন্ধি - প্রাতঃ+ আশ।
২. সন্ধি বিচ্ছেদ করুন :পুরষ্কার – পুরঃ+ কার।
৩. তপোবন এর সন্ধি বিচ্ছেদ হলো – ততঃ+অধিক।
৪. অহরহ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি ?- অহঃ+অহ।
৫. নিষ্ঠা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ করুন: নিঃ+ ঠা ।
৬. কোনটি সন্ধিগঠিত নির্ভুল শব্দ ?- দুঃ + নীতি = দুর্নীতি ।
৭. চতুরঙ্গ এর সন্ধি বিচ্ছেদ কোনটি ?- চতুঃ+অঙ্গ।
৮. নীরস এর সন্ধি বিচেচ্ছদ করুন- নিঃ+রস।
৯. দ্যুলোক শবেদর সন্ধি – বিচ্ছেদ কোনটি ?-দিব+ লোক ।
১০. ধনুষ্টংকার –এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?- ধনুঃ+ টঙ্কার।
১১. দুর্যোগ –এর সন্ধি বিচ্ছেদ কোনটি ?- দুঃ+ যোগ।
১২. মনঃকষ্ট এর সন্ধি বিচ্ছেদ –মনঃ+কষ্ট।
১৩. মনোযোগ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ?- মনঃ+যোগ।
১৪. মনস্তাপ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?- মনোঃ+ তাপ।
১৫. সন্ধির নিয়মে কোনটি ঠিক?-শিরঃ+ছেদ=শিরশ্ছেদ।
১৬.যেসব ক্ষেত্রে সন্ধি নিয়মানুসারে হয় না তাকে বলে ?- নিপাতনে সিদ্ধ সন্ধি।
১৭. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?- পর+ পর=পরস্পর ।
১৮. বনস্পতি –এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ?- বন+পতি ।
১৯. বাক্যের একক কোনটি ?- শব্দ ।
২০. কোনটি বাক্যের বাহন?- শব্দ ।
২১. এক বা একাধিক মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে কি বলে ?- শব্দ।
২২.অর্থবোধক ধ্বনিকে বলা হয়- শব্দ ।
২৩. বাক্যের মৌলিক উপাদান কোনটি ?-শব্দ।
২৪.বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাংলা ভাষার শব্দসমূহকে কয়টি শ্রেণিতে ভাগ করা যায়- ৩ প্রকার।
২৫. কোন শব্দকে বিশ্লেষণ করা যায় না – মৌলিক শব্দ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    319 Views
    by shahan
    0 Replies 
    545 Views
    by shahan
    0 Replies 
    1713 Views
    by shihab
    0 Replies 
    2462 Views
    by mousumi
    0 Replies 
    2624 Views
    by afsara

     ক্যালডীয় সভ্যতার স্থপতি –নেবুচাঁদনেজার। […]

    বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত?-উঃ ঢা[…]

     ব্যাসবাক্যের অপর নাম কি?-উঃ বিগ্রহবাক্য।  সমাস […]

     প্রভাবতী সম্ভাবষণ কার রচনা ?-উঃ ঈশ্বরচন্দ্র বিদ্[…]