Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#8083
১.ধ্বনি ও বর্গঃ
যে বর্ণ উচ্চারণের সময় বাতাসের চাপের স্বল্পতা থাকে তাকে বলে – অল্পপ্রাণ ধ্বনি ।
খাঁটি বাংলা শব্দে সাধারণত যে ধ্বনি ব্যবহৃত হয় না – মূর্ধন্য ধ্বনি ।
ক থেকে ম পর্যন্ত বর্ণগুলোকে বলা হয় - স্পর্শ ধ্বনি।
২.বাক্যের প্রকারভেদঃ
বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে বলে – আকাঙ্ক্ষা ।
বাক্যস্থিত পদগুলোর অবগত মেল বন্ধনের নাম –পূর্ণতা ।
প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে বাক্য যে গুণটি হারায় –যোগ্যতা ।
শব্দের যোগ্যতার সঙ্গে জড়িত বিষয় – ৬ টি।
৩.সন্ধিঃ
স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয়- স্বরসন্ধি
সন্ধির উদ্দেশ্য –ধ্বনিগত মাধুর্য সম্পাদন ।
বিশেষ নিয়মে সাধিত সন্ধি –পরস্পর।
৪.ণত্ব- বিধান ও ষত্ব - বিধানঃ
যে বর্গীয় বর্ণের সাথে যুক্ত ন কখনে ণ হয়না –- ত- বর্গ।
ট্যাস্ক, পুলিশ ,জিনিস , স্টেশন – মূর্ধন্য ষ হয় না।
আষাঢ়, ভাষা , মানুষ ষড়ঋতুতে –মূর্ধন্য ষ হয় ।
৫. শব্দঃ
মিশ্র শব্দ : শাক – সবজি = তৎসম + ফারসি , লিটল = বাংলা +তৎসম . তুর্কি শব্দ :খোকা , চাকর , বাবুর্চি ,
৬. বচনঃ
মণ্ডলী শব্দের বহুবচনে ব্যবহৃত হয় – মানী।
একবচন শব্দের সঙ্গে যুক্ত হয় না – বহুবচন লগ্নক।
পর্বত শব্দের বহুবচন-পর্বতমালা ।
৭. কারকঃ
এ বছর খুব ভালো ফসল হয়েছে –অধিকরণে শূণ্য ।
আহারে রুচি নেই – অধিকরণে ৭মী।
জলে বাষ্প হয়-অপাদানে ৭মী ।
৮.উচ্চারণঃ
ধ্বনি (ধোনি),ত্বক(তক্),বিশ্ব(বিশশো), বিদ্বান (বিদদান্),সান্ত্বনা ( শানতোনা),দ্বন্দ(দনদো)
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    663 Views
    by romen
    0 Replies 
    150 Views
    by apple
    0 Replies 
    230 Views
    by romen
    0 Replies 
    464 Views
    by sakib
    0 Replies 
    93 Views
    by shohag

     ক্যালডীয় সভ্যতার স্থপতি –নেবুচাঁদনেজার। […]

    বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত?-উঃ ঢা[…]

     ব্যাসবাক্যের অপর নাম কি?-উঃ বিগ্রহবাক্য।  সমাস […]

     প্রভাবতী সম্ভাবষণ কার রচনা ?-উঃ ঈশ্বরচন্দ্র বিদ্[…]