Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#8067
১.বাগদান শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ করুন –বাক +দান।
২. বাগাড়ম্বর শব্দের সন্ধি- বিচ্ছেদ –বাক + আড়ম্বর।
৩.ইতস্তত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?-ইতঃ+তত।
৪. সন্ধান শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?- সম+ধান।
৫. অলঙ্কার শব্দের সঠিক সন্ধিজাত বিশ্লেষণ কোনটি?- অলম + কার।
৬. বজ্জাত শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ করুনঃ-বদ্ + জাত।
৭. রান্না – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?- রাঁধ+ না।
৮. মনীসা শব্দের সন্ধি বিচ্ছেদ হলো- মনস + ইসা ।
৯. আশ্চর্য এর সন্ধি বিচ্ছেদ কোনটি?-আ+চর্য।
১০. চৌ-হদ্দি শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে?- পর+পর =পরস্পর।
১১.উষ্ণ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত ? – ষ+ণ।
১২. দোলনা শব্দের সঠিক প্রকৃতি –প্রত্যয় কোনটি?- দুল+অনা।
১৩. বৃষ্টি এর সন্ধি বিচ্ছেদ কি হবে?- বৃষ+ তি।
১৪. উদ্যোগ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?- উৎ+ যোগ।
১৫. চলচিত্র শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি ?- চলৎ +চিত্র।
১৬. ক্ষুধার্থ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?- ক্ষুধা+ঋত।
১৭.ষড়ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ ?- ষট্+ঋতু।
১৮. পদ্ধতি শব্দের সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায়?- পদ্ + হতি।
১৯. উল্লাস এর সন্ধি বিচ্ছেদ – উৎ +লাস।
২০. উন্নত শবে্দর সন্ধি বিচ্ছেদ হচ্ছে – উৎ+নীত।
২১.দ্যুলোক শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি?- দিব্ +লোক।
২২. দোলনা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি ?- দুল + না।
২৩. নিরবিধি শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?- নির + অবধি।
২৪. কোনটি নিরাময় শব্দের সন্ধিবিচ্ছেদ ?- নির + আময়।
২৫. সংবাদ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?- সম + বাদ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    273 Views
    by raihan
    0 Replies 
    222 Views
    by raihan
    0 Replies 
    379 Views
    by rafique
    0 Replies 
    305 Views
    by rafique
    0 Replies 
    305 Views
    by rafique

    ১.বাংলাদেশে কত প্রজাতির ইলিশ মাছ পাওয়া যায়? বাংল[…]

    ১.এক কোটিতে কত মিলিয়ন হয়?-উঃ ১০ মিলিয়ন। ২. ৫০ ট[…]