Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#8056
১.পাশাপাশি দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে কি বলে? – সন্ধি।
২.সন্ধির প্রধান সুবিধা কি? – উচ্চারণের সুবিধা।
৩.সন্ধির উদ্দেশ্য কোনটি? – ধ্বনিগত মাধুর্য সৃষ্টি।
৪. কোন বাংলা পদের সাথে সন্ধি হয়না ? – অব্যয়।
৫. তন্বী শব্দটির সন্ধি-বিচ্ছেদ কোনটি?- তনু+ঈ।
৬. শুভেচ্ছা শব্দটি সন্ধি-বিচ্ছেদ করলে হবে –শুভ +ইচ্ছা।
৭. যথেষ্ট এর সন্ধি বিচ্ছেদ রূপ কেমন হবে? – যথা + ইষ্ট।
৮.ছেলেমি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ করুন?-ছেলে + আমি।
৯. ব্যর্থ শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো –বি + অর্থ।
১০. নিরাময় এর সন্ধি বিচ্ছেদ –নির +আময়।
১১. অত্যাধিক এর সন্ধি বিচ্ছেদ করুন –অতি + অধিক।
১২. বিছিন্ন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?- বি +ছিন্ন।
১৩. আশ্চর্য এর সন্ধি বিচ্ছেদ কোনটি? – আ + চর্য।
১৪. গবেষণা এর সন্ধি বিচ্ছেদ – গো + এষণা ।
১৫. রত্নাকর শব্দটির সন্ধি বিচ্ছেদ –রত্ন + আকর ।
১৬.পর্যালোচনা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ ?- পরি + আলোচনা।
১৭. স্বাগত এর সন্ধি বিচ্ছেদ কি ?- সু + আগত ।
১৮. পাগলামী শব্দের সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায় –পাগল +আমি ।
১৯. পরীক্ষা সন্ধি বিচ্ছেদ কি হবে? - পরি +ঈক্ষা ।
২০. জনৈক শব্দের সন্ধি বিচ্ছেদ ?- জন + এক।
২১. পিত্রালয় শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে? – পিতৃ + আলয়।
২২.কোনটি ক্ষুধার্থ শব্দের সন্ধি বিচ্ছেদ ? – ক্ষুধার্থ।
২৩. জলৌকা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি ? – জল + ওকা।
২৪. কোনটি লবণ এর সন্ধি বিচ্ছেদ ? – লো + অন।
২৫. নাবিক শব্দের সন্ধি বিচ্ছেদ ? – নৌ + ইক ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    493 Views
    by rafique
    0 Replies 
    512 Views
    by rafique
    0 Replies 
    127 Views
    by shahan
    0 Replies 
    61 Views
    by shahan
    0 Replies 
    46 Views
    by shahan

    ১.একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈঘ্য a একক হলে[…]

    1.X=√3+√2 হলে , x^3+1/x^3 এর মান কত? […]

    ১.১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?-উঃ৫০৫০[…]