Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#1095
১) মারা যাওয়া অর্থে---
অক্কা পাওয়া, গঙ্গা পাওয়া, পটল তোলা, পঞ্চত্ব প্রাপ্ত, ভবলীলা সাঙ্গ হওয়া।

২) অপদার্থ অর্থে---
আমড়া কাঠের ঢেঁকি, কায়েতের ঘরে ঢেঁকি, কচু বনের কালাচাঁদ, ষাড়ের গোবর, ঊনপাঁজরে, অগাকান্ত, অঘাচন্ডী, অঘারাম, ঘটিরাম।

৩) উভয় সংকট অর্থে---
করাতের দাঁত, শ্যাম রাখি না কুল রাখি, সাপের ছুঁচো গেলা, শাঁখের করাত, রাম ভজি কি রহিম ভজি, দুই নৌকায় পা, জলে কুমির ডাঙ্গায় বাঘ।

৪) সুসমযের বন্ধু অর্থে শরতের শিশির, দুধের মাছি, লক্ষ্মীর বরযাত্রী, সুখের পায়রা, বসন্তের কোকিল

৫) হতভাগ্য অর্থে---
আট কপালে, আট কপালিয়া, ইদুর কপালে, ফাঁটা-কপাল

৬) প্রতারণা অর্থে----
মামদোবাজি, চোখে ধূলি দেয়া, বাঙালকে হাইকোট দেখানো।

৭) ক্ষণস্থায়ী অর্থে---
বালির বাঁধ, জলের দাগ, খলের পিরিত, তাসের ঘর।

সংগৃহিতঃ- Mohammad Ashraful Islam
    InterServer Web Hosting and VPS

    বেপজা পাবলিক স্কুল ও কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ[…]

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি […]

    বিডিচাকরি তে একজন কনটেন্ট ম্যানেজার আবশ্যক […]

    Career Opportunity Wealth Champ Internati[…]