Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#1089
★ যতি/ছেদ চিহ্নের প্রবর্তক- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
★ যতি চিহ্ন মোট ১২ টি। ব্যাকরণিক চিহ্ন (৪টি)
★ পূর্ণ বাক্যের শেষে বসে এমন বিরাম চিহ্নের সংখ্যা ৩ টি।
★ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁর 'বেতাল পঞ্চবিংশতি' (১৮৪৭) গ্রন্থ প্রথম যতিচিহ্নের ব্যবহার দেখান।
★ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আগে বাংলা গদ্য বা কবিতায় শুধু পূর্ণচ্ছেদ বা দাঁড়িজ্ঞাপক চিহ্নটি (এক দাঁড়ি বা দুই দাঁড়ি) ছিলো।
★ বিরাম বা যতি চিহ্ন 'বাক্যতত্ত্বে' আলোচিত হয়।
★ বাংলা একাডেমির প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ(২য় খণ্ড, পৃঃ২২৭, ২য় সংস্করণ,২০১২) অনুযায়ী যতি বা ছেদ চিহ্ন ১৬ টি।

♥ দাঁড়ির অপর নাম- পূর্ণচ্ছেদ
♥ কমার অপর নাম- পাদচ্ছেদ
♥ সেমিকোলনের অপর নাম- অর্ধচ্ছেদ
♥ ইলেকের অপর নাম - লোপচিহ্ন
♥ ড্যাশের অপর নাম- কষি চিহ্ন
♥ হাইফেনের অপর নাম- শব্দ সংযোগ চিহ্ন

#বিরতি কালঃ

♣ এক বলতে সময় লাগে - ২ টি ( উদ্ধরণ, কমা)
♣ এক বলার দ্বিগুণ সময় লাগে- ১টি (সেমিকোলন)
♣ থামার প্রয়োজন নেই- ৩টি (হাইফেন, ইলেক, বন্ধনি)
♣ এক সেকেন্ড থামতে হয়- ৬টি (দাঁড়ি, প্রশ্নবোধক, বিস্ময়, কোলন, ড্যাশ, কোলনড্যাশ)

Mohammad Ashraful Islam

     হোয়াংহো নদী কোথায় অবস্থিত?-উঃ চীন।  হোয়াংহো[…]

    ২৬. রূপসা নদীর সাথে ভৈরব নদী মিলিত হয়েছে কোথায়?-[…]

     উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমা[…]

     শিব মন্দির কাব্যগ্রন্থটির রচয়িতা কে?-উঃ কায়কোব[…]