Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#7686
১.বাংলা ছাড়া নিচের কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা?-উড়িষ্যা ।
২.নিচের কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয়?-ভাষাতত্ত্ব।
৩.ণ-ত্ব ও ষ-ত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?-ধ্বনিতত্ত্ব।
৪.নিচের কোনটি ঘোষ ধ্বনি-দ।
৫.অক্ষর উচ্চারণের কাল পরিমাণকে কী বলে?-মাত্রা।
৬.মধ্য স্বারাগমের সমার্থক কোনটি?-বিপ্রকর্ষ।
৭.উৎকর্ষতা কি কারণে অশুদ্ধ?-প্রত্যয়জনিত।
৮.নিচের কোনটি সৃষ্টি এর প্রকৃতি ও প্রত্যয় ?-সৃজ+তি।
৯.দ্বীপ এর ব্যাসবাক্য -দু’দিকে অপ যার।
১০.গোষ্পদ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?-গো+পদ।
১১.সন্দেশ কোন শ্রেণির শব্দ ?- রূঢ়ি।
১২.এ যে আমাদের চেনা লোক বাক্যে চেনা কোন পদ?-বিশেষণ।
১৩.কারক পড়ায় তারক ঠাকুর । দাগাঙ্কিত শব্দটি কোন কারক?-কর্ম।
১৪.বল বীর বল উন্নত মম শির বাক্যটি কী ধরনের বাক্য?-আদেশসূচক।
১৫.কোনটি শুদ্ধ বাক্য-কুলটা নারীকে বর্জন কর।
১৬.অশুদ্ধ বানান কোনটি ?-নিক্কণ।
১৭.ইহলোকে যা সামান্য নয় এক কথায় কী হবে?- আলোকসামান্য।
১৮.গাছ পাথর বাগধারাটির অর্থ কি?-হিসাব নিকাশ ।
১৯.নবীবংশ কোন কবির রচনা ?-সৈয়দ সুলতানা ।
২০.আঠারো বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত?-মাত্রাবৃত্ত।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    717 Views
    by afsara
    0 Replies 
    367 Views
    by raihan
    0 Replies 
    325 Views
    by masum
    0 Replies 
    23587 Views
    by shanta
    0 Replies 
    435 Views
    by tasnima

    ফাতেমা গার্লস হাই স্কুল, গ্রাম: মুরাদপুর, ডাকঘর: ত[…]

    সিলাম ইসলামীয়া দাখিল মাদ্রাসা, ডাক-সিলাম ৩১০৫, উপ[…]

    মটর গাড়ির যন্ত্রাংশ বিতরনকারী কোম্পানীতে সেলসম্যা[…]

    সুপরিচিত চিটাগং ডেইরী ফুড ইন্ডাস্ট্রিজের মার্কেটিং[…]