Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#7674
১.শুদ্ধ বানান লিখুন
ঐক্যমত=ঐকমত্য
আকাংখা=আকাঙ্ক্ষা
পুরষ্কার=পুরস্কার
পিপিলিকা=পিপীলিকা
সদ্যজাত=সদ্যেজাত
সংষ্কার=সংস্কার
সাঙ্গপাঙ্গ=সাঙ্গোপাঙ্গ
উদ্ধতপূর্ণ=ঔদ্ধত্যপূর্ণ
২. এককথায় প্রকাশ :
ক. যার বংশ পরিচয় ও স্বভাব কেউ জানে না =অজ্ঞাতকুলশীল।
খ. হরেক রকম বলে যে= হরবোলা।
গ. দুই নদীর মধ্যবর্তী স্থান=দোয়াব ।
ঘ. যে নারী অন্যের নিন্দা করে না=অনুসূয়া।
৩. কারক ও বিভক্তি নির্ণয় করুন
ক. শরতে কাশফুল ফোটে -অধিকরণে ৭মী।
খ. শিক্ষক ছাত্রদের অংক পড়াচ্ছেন - কর্তায় শূণ্য।
৪. ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন
ক. পঞ্চবটী=পঞ্চবটের সমাহার (দ্বিগু সমাস)।
খ. উপবন =বনের সদৃশ(অব্যয়ীভাব সমাস)।
গ.লোকটি=একটি লোক(নিত্য সমাস)।
ঘ. মা-হারা =মাকে হারা (২য়া তৎপুরুষ সমাস)।
৫.বাগধারাগুলোর অর্থ লিখুন
ক.হরিঘোষের গোয়াল =বহু অপদার্থ ব্যক্তির সমাবেশ।
খ. চক্ষুদান = চুরি করা।
গ. মগের মুল্লুক=অরাজক দেশ।
ঘ. সাক্ষী গোপাল= নিস্ক্রিয়া দর্শক।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    16582 Views
    by tasnima
    0 Replies 
    553 Views
    by bdchakriDesk
    0 Replies 
    995 Views
    by bdchakriDesk
    0 Replies 
    381 Views
    by tasnima
    0 Replies 
    599 Views
    by shihab

    ধর্মপুর এডুকেশনাল এস্টেট (প্রভাতী-দিবা ও কারিগরি শ[…]

    চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান মো[…]

    বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও […]

    শেখ মুজিবল হক উচ্চ বিদ্যালয় (EIIN: 106575), গ্রাম[…]