Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#7642
১. পরীক্ষা শব্দের প্রমিত উচ্চারণ -পোরিকথা ।
২. বিশেষ্য গৌরব এর বিশেষণ হলো -গৌরবান্বিত ।
৩.প্রমিত বাংলা ভাষা বলতে বোঝায় -চলিত রীতির বাংলা ভাষা ।
৪. শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে-। বাক্যটিতে ব্যবহৃত ক্রিয়া পদটি-যৌগিক ক্রিয়া ।
৫ .মন্দকে মন্দ বলতেই হবে। এ বাক্যের দুই মন্দ -প্রথমটি বিশেষণ , দ্বিতীয়টি বিশেষ্য।
৬ .রহিম কিংবা করিম এর জন্য দায়ী ।এখানে কিংবা হলো -বিয়োজক অব্য়য় ।
৭. ছেলেরা খেলা করছে ।এখানে করছে ক্রিয়া পদটি- সমাপিকা ক্রিয়া।
৮. যে ক্রিয়ার দুটি কর্মপদ থাকে ,তাকে বলে-দ্বিকর্মক ক্রিয়া।
৯ .বাংলা ভাষায় উপসর্গ ৩ প্রকার । যথা -বাংলা , তৎসম ও বিদেশি উপসর্গ ।
১০ .আনমনা শব্দের আন প্রকাশ করে – বিক্ষিপ্ত অর্থ।
১১.বাংলা ও তৎসম উপসর্গ ৪ টি হলো – আ ,সু , বি, নি।
১২. বিদেশি ফারসি উপসর্গ যোগে গঠিত শব্দ -নারাজ , নাবালক , নাখোশ ইত্যাদি।
১৩. সমাস অর্থ -সংক্ষেপ , মিলন , একাধিক পদের এক পদীকরণ ।
১৪. গোলাপফুল সমাসবদ্ধ শব্দুটর ব্যাসবাক্য -গোলাপ নামের ফুল।
১৫. বর্ণচোরা সমাসবদ্ধ শব্দটি -উপপদ তৎপুরুষ সমাস ।
১৬. প্রাণভয় এর ব্যাসবাক্য -প্রাণ যাওয়ার ভয়।
১৭.একটি সার্থক বাক্যের গুণ ৩ টি ।আকাঙ্কা , আসত্তি, ও যোগ্যতা ।
১৮.দরিদ্র হলেও তার মন ছোট নয়। বাক্যটি -সরল বাক্য।
১৯.বাক্যে সাধু ও চলিত রীতির মিশ্রণকে বলে- গুরুচণ্ডালী দোষ।
২০.স্বরবর্ণের মাত্রাহীন বর্ণসংখ্যা -৪টি (এ,ঐ,ও,ঔ)।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    24 Views
    by sakib
    0 Replies 
    20 Views
    by romen
    0 Replies 
    23 Views
    by raja
    0 Replies 
    1137 Views
    by rafique
    0 Replies 
    16 Views
    by tumpa

    ১.সুষম খাদ্যের উপাদান -৬টি ;যথা –শর্করা , আম[…]

    ১. এক ব্যক্তি তার স্ত্রী চেয়ে ৫ বছরের বড়। তার স্[…]