Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#7057
ঈর্ষা ➯ দ্বেষ, বিদ্বেষ, হিংসা, রেষারেষি, বৈরিতা
ঈশ্বর ➯ আল্লাহ, খোদা, রব, সৃষ্টিকর্তা, স্রষ্টা, প্রভু
নমুনা ➯ দৃষ্টান্ত , নিদর্শন, নজির, নমুনা
উজ্জ্বল ➯ আলোকিত, উদ্ভাসিত, ভাস্বর, ঝলমলে, দীপ্ত
উত্তম ➯ উৎকৃষ্ট, প্রকৃষ্ট, শ্রেষ্ঠ, সেরা, অতুলনীয়
উচ্ছেদ ➯ উৎপাটন, উৎখাত, নির্মূল, বিনাশ, স্থানচ্যুতি
উচিত ➯ যোগ্য, কর্তব্য, উপযুক্ত, ন্যায্য, সমীচীন
উপযুক্ত ➯ যোগ্য, উপযোগী, সমকক্ষ, সক্ষম
উপকথা ➯ উপাখ্যান, কাহিনি, গল্প, কেচ্ছা
উপকার ➯ হিতকর, মঙ্গল, সাহায্য, অনুগ্রহ, কল্যাণ
ঊর্বর ➯ ভাল, ভারসাম্য, অনুকূল, ফলপ্রদ
ঊষা ➯ প্রভাত, প্রত্যুষ, ভোর, সকাল
একতা ➯ ঐক্য, মিলন, একত্ব, অভেদ, অভিন্নতা, মিল, অভিন্ন, সমতা
ঐশ্বর্য ➯ ধন, সম্পত্তি, বিত্ত, প্রতিপত্তি
কাঁদা ➯ ক্রন্দন, কান্না, রোদন, কান্নাকাটি, অশ্রুত্যাগ
কেনা ➯ ক্রয়, খরিদ, কেনাকাটা, সওদা
কোন্দল ➯ বিবাদ, বিরোধ, ঝগড়া, কলহ
কষ্ট ➯ ক্লেশ, আয়াশ, পরিশ্রম, দুঃখ
কন্যা ➯ মেয়ে,, কুমারী, ঝি, বেটি , দুহিতা, দুলালী, আত্মজা, নন্দিনী, পুত্রী, সূতা, তনয়া
কথা ➯ উক্তি, বচন, কথন, বাক্য, বাণী
কলহ ➯ ঝগড়া, বিরোধ, বিবাদ, দ্বন্দ্ব, কাইয়া
কল্যাণ ➯ মঙ্গল, শুভ, সুখ, কল্যাণযুক্ত, সমৃদ্ধি
কাটা ➯ কর্তন করা, খণ্ডন করা, খনন করা
কারণ ➯ হেতু, নিমিত্ত, প্রয়োজন, উদ্দেশ্য, মূল
কোকিল —পরভৃত, পিক, বসন্তদূত ,
কুল ➯ বংশ, গোত্র, গোষ্ঠী, জাতি, বর্ণ
কঠিন ➯ শক্ত, দৃঢ়, কঠোর, কড়া, জটিল, রুক্ষ
কপাল —অদৃষ্ট, ভাগ্য, নিয়তি,ললাট, ভাল, অলিক
কেশ ➯ অলক, চিকুর, কুন্তল, চুল, কবরী
কৃষক ➯ চাষি, কৃষিজীবী, কর্ষক
কূল ➯ তীর, তট, কিনারা, ধার, পার, পাড়
খ্যাতি ➯ যশ, সুনাম, নাম, নামযশ, প্রতিষ্ঠা
খাদ্য ➯ খাবার, ভোজ্য, অন্ন, রসদ, খানা
খবর ➯ সংবাদ, বার্তা, তত্ত্ব, তথ্য, সমাচার, নিউজ
খাঁটি ➯ বিশুদ্ধ, আসল, প্রকৃত, যথার্থ, সাচ্চা
খারাপ ➯ মন্দ, কু, বদ, নিকৃষ্ট, দুষ্ট, নষ্ট, অভদ্র
খুব ➯ ভীষণ, প্রচণ্ড, প্রচুর, অনেক, অত্যন্ত , অতিশয়
খোঁজা ➯ অন্বেষণ, সন্ধান, অন্বেষা, এষণা, তালাশ
খেচর ➯ পাখি, পক্ষি, বিহঙ্গ, দ্বিজ, খগ
গভীর ➯ অগাধ, প্রগাঢ়, নিবিড়, অতল, গহন
গরু ➯ গো, পয়স্বিনী , গাভী, ধেনু
গৃহ ➯ ঘর, আলয়, নিবাস, আবাস, আশ্রয়, নিলয়, নিকেতন, ভবন, সদন, বাড়ি, বাটী, বাসস্থান
ঘরনি ➯ গৃহিণী, গিন্নী, বউ, স্ত্রী, পত্নী, জায়া, বিবি
ঘোড়া ➯ অশ্ব, ঘোটক, তুরগ, বাজি, হয়, তুরঙ্গ, তুরঙ্গম
চন্দ্র ➯ চাঁদ, শশী, ইন্দু ,চন্দ্রমা, শশধর, শশাঙ্ক, শুধাংশু, হিমাংশু, সুধাকর, সুধাংশু, সোম, বিধু, নিশাকর, নিশাকান্ত, মৃগাঙ্ক, রজনীকান্ত
চক্ষু ➯ চোখ, লোচন, নয়ন, নেত্র, অক্ষি, আঁখি , দর্শনেন্দ্রিয়
চঞ্চল ➯ অস্থির, চপল, ব্যাকুল, কম্পিত, বিচলিত
চতুর ➯ চালাক, ধূর্ত,
চিত্র ➯ ছবি, আলেখ্য, প্রতিমূর্তি, নকশা
চির ➯ অনন্ত , নিরবধি, নিত্য, অটুট
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1033 Views
    by raihan
    0 Replies 
    762 Views
    by shahan
    0 Replies 
    897 Views
    by masum
    0 Replies 
    1470 Views
    by shanta
    0 Replies 
    24506 Views
    by shanta
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]