Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#7033
প্রকৃতি-প্রত্যয়
-√বচ্+তব্য=বক্তব্য
-√সৃজ্+তি=সৃষ্টি
-মনু+ষ্ণ=মানব
-মহৎ+ইমন=মহিমা
-√মা+তৃচ=মাতা
-ইচ্ছা+ইক=ঐচ্ছিক
-√উড়+না=ওড়না
-√রনজ্+ত=রক্ত
-√জ+অ=জয়
-গরু+ষ্ণ=গৌরব।

সমার্থক শব্দ
দেহ-তনু,অঙ্গ, শরীর,বপু,গাত্র, কায়।
আকাশ-খ,অন্তরীক্ষ,গগণ,অভ্র, নভঃ, নীলিমা।
আগুন-অগ্নি, বীতিহোত্র, পাবক, সর্বভুক, বিভাবসু,শিখা।
কোকিল-অন্যপুষ্ট,কাকপুষ্ট,পরপুষ্ট, কলকণ্ঠ, পরভৃত, পিক।
পাহাড়-পর্বত, অদ্র্রি, ভূধর, মহীধর, নগ, অচল, শৈল, ক্ষিতিধর।
বিপরীতার্থক শব্দ
উন্মুখ-বিমুখ
ঐচ্ছিক-আবশ্যিক
উগ্র-সৌম্য
চঞ্চল-অবিচল
পঙ্কিল-নির্মল
সন্ধি-বিগ্রহ
অধিত্যকা-উপত্যকা
আকুঞ্চন- প্রসারন
ঐশ্বর্য-দারিদ্র্য।

পারিভাষিক শব্দ
Deputation-প্রেষণ
Phonetics-ধ্বনিবিদ্যা
Honorary-অবৈতনিক
Dialect-উপভাষা
Abstract-বিমূর্ত
Oxygen-অম্লজান
Periodical-সাময়িকী
Post graduate-স্নাতকোত্তর।

এককথায় প্রকাশ
অক্ষির সমীপে - সমক্ষ
অতীত কাহিনী - ইতিহাস
অন্য যুগ - যুগান্তর
একই গুরুর শিষ্য - সতীর্থ
প্রবেশ করার ইচ্ছা - বিবিক্ষা
অন্যের রচনা থেকে চুরি করা - কুম্ভিলকবৃত্তি
যে নারীর হাসি সুন্দর - সুস্মিতা
খেয়া পার করে যে - পাটনী
বীজ বপনের উপযুক্ত সময় - জো।

বাগধারা
নিরানব্বইয়ের ধাক্কা - সঞ্চয়ের প্রবৃত্তি
কাকভূষণ্ডি - দীর্ঘায়ু ব্যাক্তি
নেই আঁকড়া - একগুয়ে
গড্ডলিকা প্রবাহ - অপরকে অন্ধ অনুসরণ
ঝাঁকের কৈ - একই স্বভাবের লোক
কাকনিদ্রা - অগভীর সতর্ক নিদ্রা
কুঁজড়োপনা - ঝগড়াটে স্বভাব
ঢেউগনা -বাজে কাজে সময় নষ্ট
শরতের শিশির - ক্ষণস্থায়ী।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1471 Views
    by mousumi
    0 Replies 
    1069 Views
    by raihan
    0 Replies 
    7 Views
    by tumpa
    0 Replies 
    1140 Views
    by tasnima
    0 Replies 
    11 Views
    by romen

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]