Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
By awal
#6932
১. বাংলা বর্ণ মোট ৫০ টি।
✓✓স্বরবর্ণ ১১ টি।
✓✓ব্যঞ্জনবর্ণ ৩৯ টি।
২. মাত্রাহীন বর্ণ ১০ টি।
✓✓স্বরবর্ণ ৪ টি(এ ঐ ও ঔ)
✓✓ব্যঞ্জনবর্ণে ৬ টি(ঙ ঞ ৎ ং : ৺)
৩. অর্ধমাত্রার বর্ণ ৮ টি।
✓✓স্বরবর্ণ ১ টি(ঋ)
✓✓ব্যঞ্জনবর্ণ ৭ টি ( খ,গ,ণ,থ,ধ,প,শ)
৪. পূর্ণমাত্রার বর্ণ ৩২ টি।
✓✓স্বরবর্ণ ৬ টি(অ আ ই ঈ উ ঊ)
✓✓ব্যঞ্জনবর্ণ ২৬ টি।
৫. বাংলা স্বরধ্বনি ১১ টি।
✓✓মৌলিক স্বরধ্বনি ৭ টি( অ, আ, ই, উ, এ, ও, অ্যা)
✓✓ডঃ মোঃ আব্দুল হাই বাংলা মূল স্বরধ্বনির তালিকায় নতুন অ্যা ধ্বনি প্রতিষ্ঠা করেন।
✓✓বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা ২৫ টি।
৬. বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ ২ টি(ঐ ঔ)
৭. ক থেকে ম পর্যন্ত ২৫ টি ধ্বনি বা বর্ণকে স্পর্শ ধ্বনি বলে।
৮. শিশধ্বনি ৪ টি।
✓✓ শ ষ স(অঘোষ অল্পপ্রাণ) হ(ঘোষ মহাপ্রাণ)
৯. নাসিক্য বা অনুনাসিক ধ্বনি বা বর্ণ ৫ টি।
✓✓ঙ ঞ ণ ন ম
১০. অন্তঃস্থ ধ্বনি বা অন্তঃস্থ বর্ণ
✓✓য র ব ল
১১. পরাশ্রয়ী ধ্বনি
✓✓ ং, ঃ, ঁ
✓✓এরা স্বাধীনভাবে স্বতন্ত্র বর্ণ হিসেবে ভাষায় ব্যবহৃত হয় না।
১২. কম্পনজাত ধ্বনি
✓✓ র
১৩. পার্শ্বিক ধ্বনি
✓✓ল
১৪. তাড়নজাত ধ্বনি
✓✓ড় ঢ়

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]