- Sun Feb 07, 2021 3:35 pm#6287
১.শাক-সবজি শব্দটি কোন দুটি ভাষার মিশ্রণে গঠিত?
-তৎসম+ফারসি।
২.লেফাফা শব্দের অর্থ কী?
-মোড়ক।
৩.পাকা পাকা আম শব্দজুটি কোন সংকেত প্রকাশ করে?
-বহুবচনের দ্বিরুক্তি।
৪.গিন্নি, ছেরাদ্দ, জ্যোছনা, বোষ্টম শব্দগুলো কোন শ্রেণির?
-অর্ধ-তৎসম।
৫.অভিনিবেষ শব্দের অর্থ কী?
-মনোযোগ।
৬.কড়বড় শব্ কোন অব্যয় পদের উদাহরণ?
-অনুকার অব্যয়
৭.সাইরেন বেজে উঠলো বাক্যটিতে বেজে উঠল কোন ক্রিয়াপদ?
-যৌগিক ক্রিয়া।
৮.সৌম্য এর বিপরীতার্থক শব্দ কোনটি?
-উগ্র।
৯.আলো এর বিপরীত শব্দ কী?
-অন্ধকার।
১০.চাঁদ রূপ মুখ= চাঁদমুখ কোন সমাস?
-রূপক কর্মধারয়।
১১.বাংলা ভাষার পদ কত প্রকার?
-৫।
১২.কোন সমাসে ব্যাসবাক্য হয় না?
-নিত্য সমাস।
১৩.কোন বানানটি শুদ্ধ?
-সমভিব্যাহারে।
১৪.খগ শব্দটির অর্থ কী?
-পাখি
১৫.আমি কোন পুরুষ?
-উত্তম পুরুষ।
১৬.এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে কী বলে?
-অক্ষর।
১৭.শুধু বিঘে দুই ছিল মোর ভুই- এখানে ভুই কোন কারকে কোন বিভক্তি?
-কর্মে শূন্য।
১৮.উৎকর্ষতা কী কারণে অশুদ্ধ?
-প্রত্যয়জনিত
১৯.বাসমতী কোন ভাষার শব্দ?
-সংস্কৃত।
২০.আহ্বায়ক শব্দের প্রমিত উচ্চারণ কোনটি?
-আওভায়োক।
-তৎসম+ফারসি।
২.লেফাফা শব্দের অর্থ কী?
-মোড়ক।
৩.পাকা পাকা আম শব্দজুটি কোন সংকেত প্রকাশ করে?
-বহুবচনের দ্বিরুক্তি।
৪.গিন্নি, ছেরাদ্দ, জ্যোছনা, বোষ্টম শব্দগুলো কোন শ্রেণির?
-অর্ধ-তৎসম।
৫.অভিনিবেষ শব্দের অর্থ কী?
-মনোযোগ।
৬.কড়বড় শব্ কোন অব্যয় পদের উদাহরণ?
-অনুকার অব্যয়
৭.সাইরেন বেজে উঠলো বাক্যটিতে বেজে উঠল কোন ক্রিয়াপদ?
-যৌগিক ক্রিয়া।
৮.সৌম্য এর বিপরীতার্থক শব্দ কোনটি?
-উগ্র।
৯.আলো এর বিপরীত শব্দ কী?
-অন্ধকার।
১০.চাঁদ রূপ মুখ= চাঁদমুখ কোন সমাস?
-রূপক কর্মধারয়।
১১.বাংলা ভাষার পদ কত প্রকার?
-৫।
১২.কোন সমাসে ব্যাসবাক্য হয় না?
-নিত্য সমাস।
১৩.কোন বানানটি শুদ্ধ?
-সমভিব্যাহারে।
১৪.খগ শব্দটির অর্থ কী?
-পাখি
১৫.আমি কোন পুরুষ?
-উত্তম পুরুষ।
১৬.এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে কী বলে?
-অক্ষর।
১৭.শুধু বিঘে দুই ছিল মোর ভুই- এখানে ভুই কোন কারকে কোন বিভক্তি?
-কর্মে শূন্য।
১৮.উৎকর্ষতা কী কারণে অশুদ্ধ?
-প্রত্যয়জনিত
১৯.বাসমতী কোন ভাষার শব্দ?
-সংস্কৃত।
২০.আহ্বায়ক শব্দের প্রমিত উচ্চারণ কোনটি?
-আওভায়োক।