Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#6274
১২.যেসব তৎসম শব্দে ই, ঈ বা উ, ঊ উভয় শুদ্ধ সেসব শব্দে কেবল ই বা উ এবং তার কারচিহ্ন ি, ু ব্যবহৃত হবে। যেমন:
কিংবদন্তি, খঞ্জনি, চিৎকার, ধমনি, ধূলি, পঞ্জি, পদবি, ভঙ্গি, মঞ্জরি, মসি, লহরি, সরণি, সূচিপত্র, উষা।

কিছু জটিল শব্দের শুদ্ধ বানান
অ – অকস্মাৎ, অগ্নাশ্যায়, অগ্ন্যুৎপাত, অচিন্ত্য, অত্যধিক, অধ্যাত্ম, অনিন্দ্য, অনূর্ধ্ব, অন্তঃসত্ত্বা, অন্তর্জ্বালা, অশ্বত্থ।
আ – আকাঙ্ক্ষা, আর্দ্র, আবিষ্কার, আহ্নিক, আনুষঙ্গিক
উ – উচ্চৈস্বঃরে, উচ্ছ্বাস, উজ্জ্বল, উত্ত্যক্ত, উদ্ভিজ্জ
এ, ঐ -এতদ্দ্বারা, এতদ্ব্যতীত, ঐকাত্ম্য, ঐষীক
ও, ঔ – ওষ্ঠাধর, ওজস্বিতা, ওতপ্রোতভাবে, ঔর্ণনাভ
ক – কর্তৃ, কর্তৃক, কর্ত্রী, ক্বচিৎ, কনীনিকা
ক্ষ – ক্ষুব্ধ, ক্ষুন্নিবৃত্তি, ক্ষিতিশ, ক্ষেপণাস্ত্র
গ – গার্হস্থ্য, গৃহিনী

কতিপয় শব্দের উচ্চারণ
শব্দ – উচ্চারণ
অক্ষি – ওকখি
আর্ত- আরতো
ইতস্তত – ইতসততো
ঈষৎ - ইশত্
উৎস – উতশো
ঋষি – রিশি
একতা – একোতা
ঐক্য – ওইককো
ওজন – ওজোন
ঔদার্য – ওউদারজো
কক্ষ – কোকখো
খবর – খবোর
গগন – গগোন
ঘটনা – ঘটোনা
চপল – চপোল
ছলনা – ছলোনা
জনক – জনোক
পণ্য – পোননো
ফটিক – ফোটিক
বনফুল – বনোফুল
ভক্ত – ভকতো
ব্যতিক্রম – অজর- অজর
অমর-অমর ইত্যাদি
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1846 Views
    by rafique
    0 Replies 
    2124 Views
    by tamim
    0 Replies 
    1736 Views
    by raja
    0 Replies 
    1666 Views
    by mousumi
    0 Replies 
    2125 Views
    by kajol

    ১. এক ব্যক্তি তার স্ত্রী চেয়ে ৫ বছরের বড়। তার স্[…]

    ১.বাংলা সাহিত্যের পঠন-পাঠনের সুবিধার জন্য বাংলা সা[…]