Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#6241
১.শব্দের রূপ পরিবর্তন আলোচ্য বিষয় কোনটি?
-রূপতত্ত্বের ।
২.বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত?
-ইন্দো-ইউরোপীয়।
৩.সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য কী?
-ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়।
৪.ভাষার মৌলিক অংশ কতটি?
-৪টি।
৫.ণ-ত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
-ধ্বনিতত্ত্বে
৬.ব্যাকরণ ভাষাকে নির্দেশ করে কীসের জন্য?
-ভাষাকে বর্ণনা করতে।
৭.ভাষার মূল উপাদান কী?
-ধ্বনি।
৮.গ্রাম>গেরাম কোন ধরনের ধ্বনি পরিবর্তন –
-স্বরাগম
৯.অঘোষ অল্পপ্রাণ দ্যোতিত ধ্বনি বর্ণ কতটি?
-৩টি।
১০.ব্যঞ্জনধ্বনি উচ্চারণে আবশ্যিকভাবেই আগমণ ঘটে কীসের?
-স্বরধ্বনির।
১১.বাংলায় বর্গীয় ধ্বনি কতটি?
-২৫টি।
১২.বাঁশি কোন ধরনের শব্দ?
-রূঢ়ি
১৩.চৌ-হদ্দি শব্দটি গঠিত হয়েছে কোন যোগে?
-ফারসি+আরবি শব্দ
১৪.জামদানি কোন ভাষার শব্দ?
-ফারসি
১৫.বৃহৎ অর্থে স্ত্রীবাচক শব্দ কোনটি?
-অরণ্যানী।
১৬.তুরঙ্গম কোন ধরনের শব্দ?
-যোগরূঢ়।
১৭.অপরাধ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
-নিরপরাধ
১৮.ইস্ট শব্দের বিপরীত শব্দ কী?
-অনিষ্ট
১৯.লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয় –
-করণে তৃতীয়া
২০.দীনে দয়া কর –
-সম্প্রদানে ৭মী।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    185 Views
    by tasnima
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    471 Views
    by afsara
    0 Replies 
    13643 Views
    by masum

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]