- Thu Feb 04, 2021 1:29 pm#6199
অসম্ভব জিনিস
কাঁঠালের আমসত্ত্ব, কুমিরের সন্নিপাত, ঘোড়ার ডিম, ব্যাঙের সর্দি।
অপদার্থ
অকাল কুষ্মান্ড, আমড়া কাঠের ঢেঁকি, ঢেঁকির কুমির, কচুবনের কালাচাঁদ, কায়েতের ঘরের ঢেঁকি, ঘটিরাম, ষাড়ের গোবর।
নির্বোধ
অগাকান্ত, অগাচন্ডী, আগারাম, হবুচন্দ্র, ঢেঁকি অবতার ইত্যাদি ।
শেষ বিদায় বা মৃত্যু
অগস্ত্য যাত্রা, পটল তোলা, অনন্তশয্যা, ভবলীলা সাঙ্গা-হওয়া, অক্বা পাওয়া।
অকর্মণ্য
অপোগন্ড, কুমড়ো কাটা বটঠাকুর, গোবর গণেশ।
ভীর্ষণ শত্রুতা
অহিনকুল সম্বন্ধ, দা-কুমড়ো সম্বন্ধ, আদায় কাঁচকলায়, সাপে নেউলে।
হতভাগ্য
অষ্টকপাল, কপালের ফের. কাপাল ভাঙা, হাড় হাভাতে।
দুর্লভ বস্তু
আলেয়ার আলো, আকাশের চাঁদ, বাঘের দুধ।
সুন্দর মিল
সোনায় সোহাগা, মানিকজোড়, মনিকাঞ্চন যোগ।
মন্দ ভাগ্য
ইঁদুর কপালে, আটকপালে, পোড়া কপাল।
দুর্বল
ঢিমে তেতালা, চিনির পুতুল, ননির পুতুল।
অবজ্ঞা
নাক উঁচানো, নাক টেপা, নাট সিটকানো।
একমাত্র অবলম্বন
সবেধন নীলমণি, অন্ধের যষ্টি, ।
সৌভাগ্য
একাদশে বৃহস্পতি, কপাল ফেরা, কাপাল জোর।
ক্ষণস্থায়ী
তাসের ঘর, পদ্মপাতার জল, বালির বাধ।
অপব্যয়
ভূতের বাপের শ্রাদ্ধ, ভস্মে ঘি ঢালা।
সুসময়ের বন্ধু
দুধের মাছি, বসন্তের কোকিল, শরবের শিশির, সুখের পায়রা, লক্ষ্মীর বরযাত্রী।
কাঁঠালের আমসত্ত্ব, কুমিরের সন্নিপাত, ঘোড়ার ডিম, ব্যাঙের সর্দি।
অপদার্থ
অকাল কুষ্মান্ড, আমড়া কাঠের ঢেঁকি, ঢেঁকির কুমির, কচুবনের কালাচাঁদ, কায়েতের ঘরের ঢেঁকি, ঘটিরাম, ষাড়ের গোবর।
নির্বোধ
অগাকান্ত, অগাচন্ডী, আগারাম, হবুচন্দ্র, ঢেঁকি অবতার ইত্যাদি ।
শেষ বিদায় বা মৃত্যু
অগস্ত্য যাত্রা, পটল তোলা, অনন্তশয্যা, ভবলীলা সাঙ্গা-হওয়া, অক্বা পাওয়া।
অকর্মণ্য
অপোগন্ড, কুমড়ো কাটা বটঠাকুর, গোবর গণেশ।
ভীর্ষণ শত্রুতা
অহিনকুল সম্বন্ধ, দা-কুমড়ো সম্বন্ধ, আদায় কাঁচকলায়, সাপে নেউলে।
হতভাগ্য
অষ্টকপাল, কপালের ফের. কাপাল ভাঙা, হাড় হাভাতে।
দুর্লভ বস্তু
আলেয়ার আলো, আকাশের চাঁদ, বাঘের দুধ।
সুন্দর মিল
সোনায় সোহাগা, মানিকজোড়, মনিকাঞ্চন যোগ।
মন্দ ভাগ্য
ইঁদুর কপালে, আটকপালে, পোড়া কপাল।
দুর্বল
ঢিমে তেতালা, চিনির পুতুল, ননির পুতুল।
অবজ্ঞা
নাক উঁচানো, নাক টেপা, নাট সিটকানো।
একমাত্র অবলম্বন
সবেধন নীলমণি, অন্ধের যষ্টি, ।
সৌভাগ্য
একাদশে বৃহস্পতি, কপাল ফেরা, কাপাল জোর।
ক্ষণস্থায়ী
তাসের ঘর, পদ্মপাতার জল, বালির বাধ।
অপব্যয়
ভূতের বাপের শ্রাদ্ধ, ভস্মে ঘি ঢালা।
সুসময়ের বন্ধু
দুধের মাছি, বসন্তের কোকিল, শরবের শিশির, সুখের পায়রা, লক্ষ্মীর বরযাত্রী।