Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#6081
১.কাদম্বিনী শব্দের অর্থ কী?
-মেঘমালা
২.ডিপো, কুপন, রেস্তোরাঁ, আঁতাঁত, রেনেসাঁস, প্রভৃতি যে ভাষার শব্দ?
-ফরাসি।
৩.ণ-ত্ব বিধান ও ষ-ত্ব বিধান কোন ধরনের শব্দের ক্ষেত্রে প্রযোজ্য?
-তৎসম শব্দ।
৪.অরক্ষণীয় শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
-অরক্ষণীয়া।
৫.মালা, রাজি, রাশি, গুচ্ছ প্রভৃতি কোন ধরনের শব্দে বহুবচন নির্দেশ করে?
-অপ্রাণিবাচক।
৬.বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কতটি?
-১০টি।
৭.নিসর্গ শব্দের বিশেষণ কোনটি?
-নৈসর্গিক।
৮.তাড়নজাত ধ্বনি কী কী?
-ড়, ঢ়।
৯.এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে কী বলে?
-অক্ষর
১০.অলাবু> লাবু> লাউ কোন ধরনের ধ্বনি পরিবর্তন?
-সম্প্রকর্ষ বা স্বরলোপ।
১১.একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে কী বলে?
-অসমীকরণ।
১২.যৌগিক স্বরজ্ঞাপন ধ্বনি কতটি?
-২টি।
১৩.শ, স, হ ও ষ বর্ণগুলোকে কী বলা হয়?
-ঊষ্মবর্ণ।
১৪.বেটাইম শব্দটি গঠিত হয়েছে গঠিত হয়েছে –
-ফারসি+ইংরেজি শব্দে।
১৫.কাঁটা কোন ধরনের শব্দ?
-তদ্ভব ।
১৬.কাঁচি কোন ভাষার শব্দ?
-তুর্কি।
১৭.অর্থগত দিক দিয়ে হরিণ শব্দটি কী?
-রূঢ়ি।
১৮.বাক্যের ক্ষুদ্রতম একক কী?
-শব্দ।
১৯.কারকের ক্ষেত্রে কোনটির প্রয়োজন নেই?
-বিভক্তির।
২০.বাড়ি থেকে নদী দেখা যায় অধীকরণে কী?
-অধিকরণে পঞ্চমী।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    185 Views
    by tasnima
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    471 Views
    by afsara
    0 Replies 
    13643 Views
    by masum

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]