Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#5243
বাক্য – কারক ও বিভক্তি
পাইলটে লেখা ভালো হয় – করণে ৭মী
পাগলে কিনা বলে – কর্তায় ৭মী
পাখি সব করে রব রাতি পোহাইল – কর্তায় শূন্য
পরীক্ষা আসিলে চোখে জল ঝরে – অপাদানে ৭মী
পাতায় পাতায় পড়ে নিশির শিশির – অধিকরণে ৭মী, কর্মে শূণ্য
পাছে লোকে কিছু বলে – কর্তায় ৭মী
পুলিশ চোর ধরেছে – কর্তায় শূন্য
পরাজয়ে ডরে না বীর -অপাদানে ৭মী
পাঠে মনোযোগ দাও – অধিকরণে ৭মী
ফলে বৃক্ষ পরিচয় – করণে ৭মী
ফুলে ফুলে সাজিয়েছে ঘর – করণে ৭মী
বণ্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে – অধিকরণে ৭মী
বড় হও নিজের চেষ্টায় – করণে ৭মী
বাজনা বাজে – কর্তায় শূন্য
বাবাকে বড্ড ভয় পাই – অপাদানে দ্বিতীয়া
বনে বাঘ থাকে – অধিকরণে ৭মী
বসন্তে কোকিল ডাকে – অধিকরণে ৭মী
বাবা আজ বাড়ি নেই – অধিকরণে শূন্য
বিপদে মোরে রক্ষা কর – অপাদানে ৭মী
বিপদে আমি যেন না করি ভয় – কর্মে ৭মী
বিপদে অধীর হইও না – অধিকরণে ৭মী
বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে – কর্তায় ৭মী
বাঘে-মহিষে এক ঘাটে জল খায় – কর্তায় ৭মী
বেলা যে পড়ে এল জলকে চল – নিমিত্তার্থে চতুর্থী
বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এলো বান – অধিকরণে ৭মী
বাঁশি বাজে – কর্তায় শূন্য
মেঘে বৃষ্টি হয় – অপাদানে ৭মী
যেখানে বাঘের ভয় সেখানে স্বন্ধ্যা হয় – অপাদানে ৬ষ্ঠী
ভিখারীকে সাহায্য কর – সম্প্রদানে ৪র্থী
ভূতকে আবার কিসের ভয়? – অপাদানে ২য়া
রতনে রতন চিনে – কর্তায় ৭মী, কর্মে শূন্য
রেখ মা দাসেরে মনে – কর্মে ২য়া
রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন – কর্মে শূন্য
লোভে পাপ, পাপে মৃত্যু – অপাদানে ৭মী, করণে ৭মী
লোহার তৈরি খাঁচা – করণে ৭মী
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    237 Views
    by raihan
    0 Replies 
    213 Views
    by tamim
    0 Replies 
    179 Views
    by raja
    0 Replies 
    155 Views
    by mousumi
    0 Replies 
    707 Views
    by kajol
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]