Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#5104
প্রদত্ত শব্দ – ব্যাসবাক্য – সমাসের নাম
উপশহর – শহরের সদৃশ – অব্যয়ীভাব
উপকূল – কূলের সমীপে – অব্যয়ীভাব
উপকণ্ঠ – কণ্ঠের সমীপে – অব্যয়ীভাব
উপজেলা – জেলার সদৃশ – অব্যয়ীভাব
উপসাগর – সাগরের সদৃশ – অব্যয়ীভাব
উপনদী –নদীর সদৃশ – অব্যয়ীভাব
উপদ্বীপ – দ্বীপের সদৃশ – অব্যয়ীভাব
উপবন – বনের সদৃশ – অব্যয়ীভাব
উপকথা – কথার সদৃশ – অব্যয়ীভাব
উপভাষা – ভাষার সদৃশ – অব্যয়ীভাব
উড়োজাহাজ – উড়ে যে জাহাজ – কর্মধারয়
ঋণমুক্ত – ঋণ হতে মুক্ত – পঞ্চমী তৎপুরুষ
ঋষিতুল্য – একদিকে চোখ যার – প্রত্যয়ান্ত বহুব্রীহি
একঘরে – এক ঘরে থাকে যে – প্রত্যয়ান্ত বহুব্রীহি
কাপুরুষ – কু যে পুরুষ – কর্মধারয়
কাচাপাকা – খানিক কাচা খানিক পাকা – কর্মধারয়
কাচামিঠা – যা কাঁচা তাই মিঠা – কর্মধারয়
কুসুমকোমল – কুসুমের ন্যায় কোমল – উপমান কর্মধারয়
কলাবেচা – কলাকে বেচা – দ্বিতীয়া তৎপুরুষ
কবিশ্রেষ্ঠ – কবিদের শ্রেষ্ঠ – ষষ্ঠী তৎপুরুষ
কর্মকর্তা – কর্মের কর্তা – ষষ্ঠী তৎপুরুষ
কালান্তর- কালের অন্তর – ষষ্ঠী তৎপুরুষ
কানাকড়ি – কানা যে কড়ি – কর্মধারয়
ক্রোধানল – ক্রোধ রূপ অনল – রূপক কর্মধারয়
কাজলকালো – কাজলের ন্যায় কালো – উপমান কর্মধারয়
কোকিলকণ্ঠ – কোকিলের ন্যায় কণ্ঠ যার – বহুব্রীহি
কোলেপিঠে – কোলে ও পিঠে – অলুক দ্বন্দ্ব
কাগজকল – কাগজ ও কলম – দ্বন্দ্ব
কানাকানি – কানে কানে যে কথা – ব্যতিহার বহুব্রীহি
করকমল – কর কমলের ন্যায় – উপমিত কর্মধারয়
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1730 Views
    by rafique
    0 Replies 
    1773 Views
    by masum
    0 Replies 
    1070 Views
    by shanta
    0 Replies 
    1994 Views
    by tamim
    0 Replies 
    1631 Views
    by raja
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]