- Wed Dec 23, 2020 1:41 pm#5021
১.অরণ্যে রোদন – বাগধারাটির অর্থ কী?
-নিষ্ফল আবেদন।
২.অমিতব্যয়ী অর্থে কোন বাগধারাটি সঠিক?
-উড়নচন্ডী।
৩.এখন তার --- ধুলোমুঠোও সোনামুঠো হচ্ছে। শূণ্যস্থানে কী হবে?
-একাদশে বৃহস্পতি।
৪.অক্কা পাওয়া অর্থ কী?
-মারা যাওয়া।
৫.বাংলা ভাষায় ব্যবহৃত বাগধারাসমূহকে কয় ভাগে ভাগ করা হয়?
-দুই ভাগে।
৬.নিচের কোনটি ভীষণ বিপদ অর্থে ব্যবহৃত হয়?
-অকূল পাথার।
৭.আটকপালে এর অর্থ কী?
-হতভাগ্য।
৮.নিচের বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সমার্থবাচক?
-অহিনকুল সম্বন্ধ, আদায় কাচকলায়।
৯.এসপার ওসপার বাগধারাটির অর্থ কী?
-মীমাংসা
১০.কূপমন্ডক বাগধারাটির অর্থ কী?
-ঘরকুনো
১১.নিচের কোনটি পরিপাটি অর্থ বুঝাচ্ছে?
-কেতা দূরস্ত।
১২.কেউ কাটা অর্থ কী?
-সামান্য।
১৩.কেচেগন্ডূষ বলতে কী বোঝায়?
-পুনরায় আরম্ভ।
১৪.অন্ধ অনুকরণ নিচের কোনটির অর্থ?
-গড্ডলিকা প্রবাহ
১৫.গোবর গণেশ কোন অর্থে ব্যবহৃত হয়?
-মূর্খ।
১৬.ঘাটের মরা কোন অর্থে ব্যবহৃত হয়?
-অতি বৃদ্ধ
১৭.গোয়ার গোবিন্দ অর্থ কী?
-নির্বোধ অথচ হটকারী
১৮.নিচের কোনটি লজ্জা অর্থে ব্যবহৃত হয়?
-চোখের পর্দা
১৯.ঠাট বজায় রাখা বাগধারাটির অর্থ কী?
-অভাব চাপা রাখা
২০.ঢাকের কাঠি বলতে কী বোঝায়?
-মোসাহেব।
২১.তালকানা এর অর্থ কী?
-বেতাল হওয়া।
-নিষ্ফল আবেদন।
২.অমিতব্যয়ী অর্থে কোন বাগধারাটি সঠিক?
-উড়নচন্ডী।
৩.এখন তার --- ধুলোমুঠোও সোনামুঠো হচ্ছে। শূণ্যস্থানে কী হবে?
-একাদশে বৃহস্পতি।
৪.অক্কা পাওয়া অর্থ কী?
-মারা যাওয়া।
৫.বাংলা ভাষায় ব্যবহৃত বাগধারাসমূহকে কয় ভাগে ভাগ করা হয়?
-দুই ভাগে।
৬.নিচের কোনটি ভীষণ বিপদ অর্থে ব্যবহৃত হয়?
-অকূল পাথার।
৭.আটকপালে এর অর্থ কী?
-হতভাগ্য।
৮.নিচের বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সমার্থবাচক?
-অহিনকুল সম্বন্ধ, আদায় কাচকলায়।
৯.এসপার ওসপার বাগধারাটির অর্থ কী?
-মীমাংসা
১০.কূপমন্ডক বাগধারাটির অর্থ কী?
-ঘরকুনো
১১.নিচের কোনটি পরিপাটি অর্থ বুঝাচ্ছে?
-কেতা দূরস্ত।
১২.কেউ কাটা অর্থ কী?
-সামান্য।
১৩.কেচেগন্ডূষ বলতে কী বোঝায়?
-পুনরায় আরম্ভ।
১৪.অন্ধ অনুকরণ নিচের কোনটির অর্থ?
-গড্ডলিকা প্রবাহ
১৫.গোবর গণেশ কোন অর্থে ব্যবহৃত হয়?
-মূর্খ।
১৬.ঘাটের মরা কোন অর্থে ব্যবহৃত হয়?
-অতি বৃদ্ধ
১৭.গোয়ার গোবিন্দ অর্থ কী?
-নির্বোধ অথচ হটকারী
১৮.নিচের কোনটি লজ্জা অর্থে ব্যবহৃত হয়?
-চোখের পর্দা
১৯.ঠাট বজায় রাখা বাগধারাটির অর্থ কী?
-অভাব চাপা রাখা
২০.ঢাকের কাঠি বলতে কী বোঝায়?
-মোসাহেব।
২১.তালকানা এর অর্থ কী?
-বেতাল হওয়া।