- Tue Dec 22, 2020 11:20 am#5000
১.অনিষ্ট করতে গিয়ে ভালো হওয়াকে কী বলে?
-শাপেবর।
২.কোন বাগধারাটির অর্থ ভিন্ন?
-আদায়-কাচকলায়।
৩.যার কোনো মূল্য নেই তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয়?
-ঢাকের বায়া।
৪.ঝিকে মেরে বৌকে শেখানো -বাক্যটির অর্থ কী?
-একজনকে বকা দিয়ে অপরকে শেখানো ।
৫.বিষ নাই তার কুলোপনা চক্কর অর্থ কী?
-অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন
৬.শকুনি মামার অর্থ কী?
-কুচক্রী লোক
৭.হায়রে আমড়া কেবল আটি আর চামড়া প্রবাদটির অর্থ কী?
-অন্তসারশূন্য অবস্থা
৮.অর্ধচন্দ্র এর অর্থ কী?
-গলাধাক্কা দেয়া
৯.যে ব্যক্তি উভয় কুল রক্ষা করে চলে প্রবাদ বাক্যে তাকে কী বলে?
-বরের ঘরের পিসী কনের ঘরের মাসী
১০.বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থকবাচক?
-বকধার্মিক, বিড়াল তপস্বী।
১১.রাবণের চিতা বাগধারার অর্থ কী?
-চির অশান্তি
১২.ব্যাঙের সর্দির অর্থ কী?
-অসম্ভব ঘটনা
১৩.ভূশক্তির কাক অর্থ কী?
-দীর্ঘায়ু ব্যক্তি
১৪.ঠোটকাটা বলতে কী বোঝায়?
-স্পষ্টভাষী
১৫.চাঁদের হাট অর্থ কী?
-প্রিয়জন সমাগম
১৬.রামগরুড়ের ছানা কথাটির অর্থ কী?
-গোমড়ামুখো লোক
১৭.গৌরচন্দ্রিকা বাগধারাটির অর্থ কী?
-ভূমিকা ।
১৮.নিরানব্বইয়ের ধাক্কা বাগধারাটির অর্থ কী?
-সঞ্চয়ের প্রবৃত্তি
১৯.কুল কাঠের আগুন এর প্রকৃত অর্থ কী?
-তীব্র জ্বালা
২০.বাগধারা ভাষা বিশেষের কী?
-ঐতিহ্য
২১.বাগধারা গঠনে বিভিন্ন পদের ব্যবহারকে কী বলে?
-রীতি সিদ্ধ প্রয়োগ
-শাপেবর।
২.কোন বাগধারাটির অর্থ ভিন্ন?
-আদায়-কাচকলায়।
৩.যার কোনো মূল্য নেই তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয়?
-ঢাকের বায়া।
৪.ঝিকে মেরে বৌকে শেখানো -বাক্যটির অর্থ কী?
-একজনকে বকা দিয়ে অপরকে শেখানো ।
৫.বিষ নাই তার কুলোপনা চক্কর অর্থ কী?
-অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন
৬.শকুনি মামার অর্থ কী?
-কুচক্রী লোক
৭.হায়রে আমড়া কেবল আটি আর চামড়া প্রবাদটির অর্থ কী?
-অন্তসারশূন্য অবস্থা
৮.অর্ধচন্দ্র এর অর্থ কী?
-গলাধাক্কা দেয়া
৯.যে ব্যক্তি উভয় কুল রক্ষা করে চলে প্রবাদ বাক্যে তাকে কী বলে?
-বরের ঘরের পিসী কনের ঘরের মাসী
১০.বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থকবাচক?
-বকধার্মিক, বিড়াল তপস্বী।
১১.রাবণের চিতা বাগধারার অর্থ কী?
-চির অশান্তি
১২.ব্যাঙের সর্দির অর্থ কী?
-অসম্ভব ঘটনা
১৩.ভূশক্তির কাক অর্থ কী?
-দীর্ঘায়ু ব্যক্তি
১৪.ঠোটকাটা বলতে কী বোঝায়?
-স্পষ্টভাষী
১৫.চাঁদের হাট অর্থ কী?
-প্রিয়জন সমাগম
১৬.রামগরুড়ের ছানা কথাটির অর্থ কী?
-গোমড়ামুখো লোক
১৭.গৌরচন্দ্রিকা বাগধারাটির অর্থ কী?
-ভূমিকা ।
১৮.নিরানব্বইয়ের ধাক্কা বাগধারাটির অর্থ কী?
-সঞ্চয়ের প্রবৃত্তি
১৯.কুল কাঠের আগুন এর প্রকৃত অর্থ কী?
-তীব্র জ্বালা
২০.বাগধারা ভাষা বিশেষের কী?
-ঐতিহ্য
২১.বাগধারা গঠনে বিভিন্ন পদের ব্যবহারকে কী বলে?
-রীতি সিদ্ধ প্রয়োগ