Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#4918
১.কোনটি আরবি উপসর্গ?
-আম্।
২.কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
-ভর
৩.কোনটি সংস্কৃত উপসর্গ?
-পরা
৪.কোনটি ইংরেজি উপসর্গ?
-সাব
৫.অধিকার শব্দে অধি উপসর্গটি হচ্ছে –
-তৎসম উপসর্গ
৬.বাংলা উপসর্গ মোট কয়ভাগে বিভক্ত?
-তিন ভাগে।
৭.এতদিন কোথায় নিখোজ ছিলেন? এ বাক্যে নিখোঁজ উপসর্গটি কোন জাতীয়?
-খাঁটি বাংলা
৮.অজপুকুর, অজপাড়াগাঁ- এ শব্দগুলোতে নিচের কোন উপসর্গটি প্রয়োগ রয়েছে?
-অজ উপসর্গ
৯.দুর্ভাগা শব্দটির দূর উপসর্গ যোগে গঠিত কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
-মন্দ।
১০.কোনটি উপসর্গের বিভাগ বহির্ভূত?
-সাধিত।
১১.লা কোন উপসর্গের উদাহরণ?
-আরবি।
১২.উপসর্গ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
-রূপতত্ত্ব।
১৩.উপসর্গ মূলত –
-অব্যয়সূচক শব্দাংশ
১৪.কোন উপসর্গগুলো খাটি বাংলা ও তৎসম উভয় শব্দে পাওয়া যায়?
-আ, সু, বি, নি
১৫.সুনজর, সুখবর, সুদিন এ শব্দগুলোতে সু কোন উপসর্গ?
-খাঁটি বাংলা ।
১৬.পরীক্ষা শব্দে পরি উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
-সম্যকরূপে
১৭.আদান, আগমন শব্দে আ কোন উপসর্গ?
-তৎসম
১৮.বে, নিম, ফি, বদ, বর -ইত্যাদি কোন ভাষার উপসর্গ?
-ফারসি
১৯.আম, খাস, লা, খর-কোন ভাষার উপসর্গ?
-আরবি
২০.আমি অবেলাতে দিলাম পাড়ি অথৈ সায়রে। বাক্যে অথৈ শব্দের অ কোন উপসর্গ?
-খাঁটি বাংলা
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1846 Views
    by rafique
    0 Replies 
    64 Views
    by rana
    0 Replies 
    1873 Views
    by masum
    0 Replies 
    1149 Views
    by shanta
    0 Replies 
    1514 Views
    by bdchakriDesk

    ১. এক ব্যক্তি তার স্ত্রী চেয়ে ৫ বছরের বড়। তার স্[…]

    ১.বাংলা সাহিত্যের পঠন-পাঠনের সুবিধার জন্য বাংলা সা[…]