Let's Discuss!

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#4897
১.উপসর্গের কাজ কী?
-নতুন শব্দ গঠন
২.শব্দের পূর্বে বসে কোনটি?
-উপসর্গ
৩.তৎসম উপসর্গ কোনটি?
-প্র
৪.উপসর্গকে কোন জাতীয় শব্দাংশ বলা হয়?
-অব্যয়
৫.কোনটি বিদেশী উপসর্গের দৃষ্টান্ত?
-বদ
৬.উপসর্গ প্রধানত কত প্রকার?
-তিন প্রকার
৭.খাঁটি বাংলা উপসর্গ কোনটি?
-রাম
৮.তৎসম উপসর্গ কোনটি?
-পরি
৯.বর কোন শ্রেনীর উপসর্গ?
-বিদেশী
১০.বিজ্ঞান শব্দের বি উপসর্গ কি শ্রেনীর অর্থে ব্যবহার করা হয়েছে?
-বিশেষ
১১.দুর্নাম শব্দটিতে কোন শ্রেনীর উপসর্গ যুক্ত হয়েছে?
-তৎসম
১২.প্রতি কোন ভাষার উপসর্গ?
-সংস্কৃত
১৩.অপ উপসর্গটি অপকর্ম শব্দে কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
-নিকৃষ্ট
১৪.কোন শব্দটিতে উপসর্গ ব্যবহৃত হয়নি?
-লবণ
১৫.কার অর্থবাচকতা আছে, কিন্তু অর্থদ্যোতকতা নেই?
-উপসর্গের।
১৬.খাটি বাংলায় উপসর্গ মোট কতটি?
-২১টি।
১৭.পৃথিবীর একটি উপগ্রহ আছে। এখানে উপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
-ক্ষুদ্র
১৮.কোনটি ইংরেজি উপসর্গ?
-ফুল
১৯.উপসর্গ যুক্ত হয় কৃদন্ত বা নাম শব্দের –
-পূর্বে
২০.কোনটি ফারসি উপসর্গ?
-কার
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  80 Views
  by Mamun4171
  0 Replies 
  71 Views
  by Mamun4171
  0 Replies 
  74 Views
  by kausar
  0 Replies 
  53 Views
  by kausar
  0 Replies 
  88 Views
  by kausar

  ১.কোন সবজি চাষে নাইট্রোজেন সারের তেমন দরকার হয় না[…]

  ১.মূলধন বাজেটিং এর বাট্টাবিহীন নগদ প্রবাহ কী? -Pay[…]

  অধ্যাপক আলী আসগর ১.অধ্যাপক আলী আসগর কে ছিলেন? -বা[…]

  ১.আনন্দ বিহার কোন পাহাড়ে অবস্থিত? -কুমিল্লার লালম[…]