Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#4859
১.সমাস শব্দের অর্থ হলো –
-সংক্ষেপণ
২.কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
-ভাই-বোন।
৩.বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
-প্রাতিপদিক
৪.লাঠালাঠি শব্দটির সমাস –
-বহুব্রীহি
৫.হরবোলা কোন সমাস?
-উপপদ তৎপুরুষ
৬.নীল যে অম্বর=নীলাম্বর-কোন সমাস?
-কর্মধারয়
৭.ফুলকুমারী কোন সমাস?
-উপমিত কর্মধারয়
৮.দম্পতি কোন সমাসের উদাহরণ?
-দ্বন্দ্ব
৯.গোঁফ খেঁজুরে কোন সমাস?
-বহুব্রীহি
১০.হাতাহাতি কোন সমাসের উদাহরন?
-বহুব্রীহি
১১.সমাসবদ্ধ শব্দ আনত কোন সমাসের উদাহরণ?
-অব্যয়ীভাব।
১২.জ্যোৎস্নারাত কোন সমাসের উদাহরণ?
-মধ্যপদলোপী কর্মধারয়
১৩.হাট-বাজার কোন অর্থে দ্বন্দ্ব?
-সমার্থক
১৪.যে সমাসে পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের প্রয়োজন হয় না তাকে কোন সমাস বলে?
-নিত্য সমাস
১৫.কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?
-মহাত্মা
১৬.নিচের কোনটি অলুক দ্বন্দ্ব সমাস?
-সাপে ও নেউলে = সাপে নেউলে
১৭.উপশহর শব্দটি কোন সমাস?
-অব্যয়ীভাব
১৮.কলুর বলদ কোন সমাস?
-অলুক তৎপুরষ
১৯.কোনটি ঈষৎ অর্থে অব্যয়ীভাব সমাস?
-আরক্তিম
২০.গাঁয়ে-হলুদ কোন সমাস?
-অলুক বহুব্রীহি
২১.নিচের কোনটি দ্বন্দ্ব সমাস?
-অহিনকুল
২২.কোনটি নিত্য সমাসের উদাহরণ?
-আমরা
২৩.নিচের কোনটি উপপদ তৎপুরুষ?
-পকেটমার
২৪.জমাখরচ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য হলো –
-জমা ও খরচ
২৫.অলুক তৎপুরুষ সমাস তেলেভাজা’র ব্যাসবাক্য কী?
-তেলে ভাজা
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    115 Views
    by shanta
    0 Replies 
    36 Views
    by shanta
    0 Replies 
    1981 Views
    by bdchakriDesk
    0 Replies 
    2253 Views
    by bdchakriDesk
    0 Replies 
    91 Views
    by shanta

     ক্যালডীয় সভ্যতার স্থপতি –নেবুচাঁদনেজার। […]

    বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত?-উঃ ঢা[…]

     ব্যাসবাক্যের অপর নাম কি?-উঃ বিগ্রহবাক্য।  সমাস […]

     প্রভাবতী সম্ভাবষণ কার রচনা ?-উঃ ঈশ্বরচন্দ্র বিদ্[…]