Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#4838
১.এক শব্দ দুবার ব্যবহৃত হয়ে অর্থের সম্প্রসারণ ও বিশেষ গুরুত্ব প্রকাশ করলে তাকে কি বলে?
-দ্বিরুক্ত শব্দ
২.গঠনগতভাবে দ্বিরুক্ত শব্দকে কত ভাগে ভাগ করা যায়?
-তিন ভাগে
৩.লাল লাল ফুল -বাক্যে কি অর্থে দ্বিরুক্ত হয়েছে?
-বহুবচন
৪.দ্বিরুক্ত কথাটির আভিধানিক অর্থ কী?
-দুবার উক্ত হয়েছে এরূপ শব্দ বা পদ
৫.রাশি শব্দের দ্বিরুক্তিতে কোন সামান্য অর্থ প্রকাশ পায়?
-আধিক্য
৬.জ্বর এর সাথে কোন শব্দের দ্বিরুক্তিতে সামান্য অর্থ প্রকাশ পায়?
-জ্বর
৭.শব্দের অন্ত্যস্বরের পরিবর্তন করে দ্বিরুক্ত হয়েছে কোনটিতে?
-সরাসরি।
৮.কোন দ্বিরুক্তিটি ধ্বন্যাত্মক শব্দ?
-শন শন
৯.সমার্থক শব্দযোগে দ্বিরুক্ত হয়েছে কোনটিতে?
-ধন-দৌলত
১০.ডালভাত কোন অর্থের শব্দযোগে দ্বিরুক্ত হয়েছে?
-ভিন্নার্থক
১১.কবি কবি ভাব, কিন্তু ছন্দের অভাব। কবি কবি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
-উপহাস অর্থে
১২.ও দাদা দাদা বলে কাঁদছে। দাদা দাদা কি অর্থ প্রকাশ করেছে?
-আগ্রহ
১৩.তীব্রতা বুঝাতে কোন বাক্যটিতে দ্বিরুক্ত শব্দের প্রয়োগ হয়েছে?
-সে গরম গরম জিলাপী খাচ্ছে
১৪.কোনটিতে শব্দের দিরুক্তি ঘটেছে?
-ফোটা ফোটা পানি
১৫.বিভক্তিহীন শব্দ দুবার উক্ত হলে তাকে কী বলা হয়?
-শব্দের দ্বিরুক্তি
১৬.বিভক্তিযুক্ত শব্দ দুবার উক্ত হলে তাকে কি বলা হয়?
-পদের দ্বিরুক্তি
১৭.দ্বিরুক্ত শব্দ জোড়ার দ্বিতীয় শব্দটির কিরূপ পরিবর্তন হয়?
-আংশিক
১৮.একই শব্দের ঈষৎ পরিবর্তন করে দ্বিরুক্ত শব্দ গঠনের রীতিকে কি বলে?
-যুগ্ম দ্বিরুক্তি
১৯.পড় পড় -কোন ধ্বনির অনুকার?
-শব্দ-দ্বিরুক্তি
২০.ঠা ঠা কিসের অনুভুতি জাত ধ্বনি?
-রোদের তীব্রতা
২১.কোন প্রত্যয় যোগে বিশেষ্য দ্বিরুক্তি গঠিত হয়?
-আনী
২২.কোন দ্বিরুক্তিটি ধনাত্মক?
-শন শন
২৩.পদের দ্বিরুক্তিতে বিশেষনের ব্যবহার কোনটি?
-ভালয় ভালয়
২৪.লোকটা হাড়ে হাড়ে শয়তান – বাক্যের দ্বিরুক্তি কোন অর্থ প্রকাশক?
-আধিক্য
২৫.ভয়ে গা ছম ছম করছে। এ বাক্যে দ্বিরুক্ত শব্দ কি বুঝাচ্ছে?
-অনুভূতি বা ভাব
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    231 Views
    by raihan
    0 Replies 
    354 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    185 Views
    by tasnima
    0 Replies 
    197 Views
    by mousumi

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]