Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#4823
১.নিচের কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি?
-ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২
২.বাড়ি বা রাস্তার নম্বরের পর নিচের কোন চিহ্নটি বসে?
-কমা
৩.কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন যতি চিহ্নটি বসবে?
-সেমিকোলন
৪.বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন কে?
-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৫.কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহার হয়নি?
-চট্টগ্রাম, ২৬ মার্চ ১৯৭১
৬.একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য বাক্যের অবতারণঅ করতে কী চিহ্ন বসে?
-কোলন
৭.কোন বিরাম চিহ্নের বিরতিকাল নেই?
-হাইফেন
৮.বাক্যে বিস্ময়সূচক চিহ্ন থাকলে কতক্ষণ থামতে হয়?
-এক সেকেন্ড
৯.কমা কোথায় বসে?
-সম্বোধন পদের পর
১০.বাক্যে দাড়ি থাকলে কতক্ষণ থামতে হয়?
-এক সেকেন্ড বিরতির প্রয়োজন
১১.কোন যতিচিহ্ন বাক্যের মধ্যকার বিরতিকাল নির্দেশ করে?
-সেমিকোলন
১২.বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন কতটি?
-১২টি
১৩.তারিখ লিখতে কোন যতি চিহ্ন হয়?
-কমা
১৪.উদ্ধতি চিহ্ন কোথায় বসে?
-সংলাপে
১৫.বাক্যের সেমিকোলন থাকলে কতক্ষণ থামতে হয়?
-১ বলার দ্বিগুন সময়
১৬.কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন?
-দাঁড়ি
১৭.ইলেক বা লোট চিহ্ন এর ক্ষেত্রে বিরতিকালের পরিমাণ কোনটি হবে?
-থামার প্রয়োজন নেই
১৮.যৌগিক ও মিশ্রবাক্য পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়?
-ড্যাশ
১৯.উদ্ধতি চিহ্ন কত প্রকার?
-২ প্রকার
২০.ইলেক বা লোপ চিহ্ন দিতে হয় –
-বিলুপ্ত বর্ণের জন্য
    InterServer Web Hosting and VPS

    বেপজা পাবলিক স্কুল ও কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ[…]

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি […]

    বিডিচাকরি তে একজন কনটেন্ট ম্যানেজার আবশ্যক […]

    Career Opportunity Wealth Champ Internati[…]