Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#4763
১.পত্রের মূল অংশ কোনটি?
-পত্রগর্ভ
২.টা, টি, খানা, খানি ইত্যাদি –
-পদশ্রিত নির্দেশক
৩.একটু শব্দের টু কী?
-পদাশ্রিত নির্দেশক
৪.একটা শব্দের টা কী?
-পদাশ্রিত নির্দেশক
৫.ছোটটি কোথায়? বাক্যে ছোট শব্দের শেষে টির ব্যাকরণিক পরিচয় কী?
-পদাশ্রিত নির্দেশক
৬.ইচ্ছামূলক বাক্য কোনটি?
-যাবি কিনা বল
৭.কোন বাচ্যে কর্ম থাকে না এবং ক্রিয়ার অর্থই বেশির ভাগ করা হয়?
-ভাববাচ্যে
৮.আমার বই পড়া হয়েছে – বাক্যটির কর্মবাচ্য রূপ হচ্ছে –
-আমি বই পড়েছি
৯.তুমি বেড়ালে। এ বাক্যের ভাববাচ্যে রূপান্তর –
-তোমার বেড়ানো হলো
১০.বাঁশি বাজে ওই দূরে- কোন বাচ্যের উদাহরণ?
-কর্ম-কর্তৃবাচ্যের
১১.ভাববাচ্যের উদাহরণ –
-এবার মাছ ধরা যাক
১২.নিচের কোন বাক্যটি ভাববাচ্যের?
-আমাকে ভাত দেওয়া হয়নি
১৩.কর্মই ধর্ম --- মুক্তি। শূন্যস্থানে কোন শব্দ বসবে?
-ধর্মেই
১৪.বৈরাগ্য সাধনে ---- আমার নয়। শূন্যস্থানে সঠিক শব্দ কোনটি?
-মুক্তি
১৫.আষাঢ়ে গল্প হয় –
-কোনটি নয়
১৬.ছকড়া নকড়া মানে –
-সস্তা
১৭.গুবাক খায় –
-চিবিয়ে
১৮.লেশ মানে –
-অল্প
১৯.লেফাফা’য় লাগানো হয় –
-ডাকটিকিট
২০.শ্লাঘা বোধ করা –
-গৌরবের
২১.আর কতদদূরে নিয়ে যাবে ----- সুন্দরী । শূন্যস্থানে কী বসবে?
-মোরে
    InterServer Web Hosting and VPS

    বেপজা পাবলিক স্কুল ও কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ[…]

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি […]

    বিডিচাকরি তে একজন কনটেন্ট ম্যানেজার আবশ্যক […]

    Career Opportunity Wealth Champ Internati[…]