Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#4361
ঈষৎ রুগ্ন – রোগাটে
ঈষৎ উষ্ণ – কবোষ্ণ
উত্তর দিক থেকে প্রবাহিত – উত্তরে
উপস্থিত বিষয় সমন্ধে বিবেচনার শক্তি – কান্ডজ্ঞান
উপস্থিত বুদ্ধি আছে যার – প্রত্যুৎপন্নমতি
উড়ে যাচ্ছে যা – উড়ন্ত, উড্ডীয়মান
উপকার করতে ইচ্ছুক – উপচিকীর্ষু
উপকার করার ইচ্ছা – উপচিকীর্ষা
উপকারীর উপকার স্বীকার করে যে – কৃতজ্ঞ
উপকারীর উপকার স্বীকার করে না যে – অকৃতজ্ঞ
উপকার সাধনের ক্ষমতা – উপকারিতা
উপকার লাভের যোগ্য – উপকার্য
উপার্জন করা হয়েছে যা – অর্জিত
উর্বর নয় যা – অনুর্বর
উপায় নেই যার – নিরুপায়
উপদেশ ছাড়া লব্ধ প্রথম জ্ঞান – উপজ্ঞা
ঋণ আছে যার – ঋণী
ঋণ নেই যার – অঋণী
ঋষির তুল্য – ঋষিকল্প
ঋষির দ্বার উক্ত – আর্য
একই মায়ের উদরজাত – সহোদর
একই গুরুর শীষ্য – সতীর্থ
একই বিষয়ে নিবিষ্ট যার চিত্ত – একাগ্রচিত্ত
একই সাথে পাঠ করে যারা – সহপাঠী
একই সাথে গমন করে যারা – সহগামী
একই গর্ভ হতে একসাথে জাত – জমজ
একই সময়ে বর্তমান – সমসাময়িক
একই জাতির অন্তর্ভুক্ত – সমজাতীয়
একই সময়ে – যুগপৎ
এখন বশে এসেছে – বশীভূত
একই স্বামীর পত্মী যারা – সপত্মী
একই দিকে চোখ যার – একচোখা
একই দেকে রেখা যার – একরেখা
এক শাসকের অধীন – একচ্ছত্র
একদিকে ঝুকে আছে এমন – একপেশে
কোনো কাজে প্রথম ব্রতী হওয়া – হাতেখড়ি
কোথাও উঁচু কোথাও নিচু – বন্ধুর
কোনোভাবেই যা নিবারণ করা যায় না- অনিবার্য
কোন কাজের নয় যা – অকেজো
কর্ম করার ক্ষমতা নেই যার – অকর্মন্য
করবার ইচ্ছা – চিকীর্ষা
কাব্যরস উপলব্ধি করতে সমর্থ যিনি – কাব্যরসিক
কষ্ট ছাড়া নির্বাহ হয়না এমন – কষ্টসাধ্য
কষ্ট করে অর্জিত হয়েছে যা – কষ্টার্জিত
কাতর না হয়ে – অকাতর
কষ্টে লাভ করা যায় না – দুর্লভ
কষ্টে নিবারণ করা যায় না- দুর্নিবার
কাজে অভিজ্ঞতা আছে যার – করিতকর্মা
ক্রমশ বর্ধিত হচ্ছে যা – ক্রমবর্ধমান
কৃতজ্ঞতা লাভের পাত্র – কৃতজ্ঞতাভাজন
কুশের ন্যায় সূক্ষ্ম বুদ্ধি যার – কুশাগ্রবুদ্ধি
কোন কিছুতে ভয় নেই যার – অকুতোভয়
কাজে অতিশয় কুশল – কর্মঠ
কষ্ট সহ্য করতে পারে যে - কষ্টসহিষ্ণু
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    767 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1400 Views
    by shohag
    0 Replies 
    1449 Views
    by bdchakriDesk
    0 Replies 
    2434 Views
    by rajib
    0 Replies 
    2008 Views
    by tamim
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]