- Tue Nov 17, 2020 4:38 pm#4335
খাবার যোগ্য – খাদ্য
খাবার ইচ্ছা – ক্ষুধা
খাবার অযোগ্য – অখাদ্য
খ্যাতি আছে যার – খ্যাতিমান
খাবার জন্য যে খরচ – খাই খরচ
খুব শীতও নয় খুব উষ্ণও নয় – নাতিশীতোষ্ণ
খুব বেশি দীর্ঘ নয় – নাতিদীর্ঘ
গ্রহণ করার যোগ্য – গ্রহণযোগ্য
গ্রহণ না করা – প্রত্যাখ্যান
গাছে গাছে বেড়ায় যে – গেছো
গরুর দুধ হতে জাত – গব্য
গরুর মতো অত্যন্ত নিরীহ – গোবেচোরা
গৃহে গৃহে ভিক্ষা করে যে – মাধুকরী
গোপন করার ইচ্ছা – জগুপনা
গোলাপের মতো রং যার – গোলাপী
গৃহিনীর কাজ – গিন্নপনা
গ্রীবা সুন্দর যার – সুগ্রীব
গণনার অযোগ্য – নগন্য
ঘন হয়ে আসছে এমন – ঘনায়মান
ঘন হয়েছে এমন – ঘনীভূত
ঘোলের মতো ভাব – ঘোলাটে
ঘুমিয়ে আছে যে – সুপ্ত
ঘৃণার যোগ্য – ঘৃণার্হ
ঘা্ম থেকে উৎপন্ন ব্রণ – ঘামাচি
চাকার মত আকৃতি বিশিষ্ট – চক্রাকার
চিন্তা করা যায় না – অচিন্ত্যনীয়
চক্ষুর সম্মুখে সংঘটিত – চাক্ষুস
চোখে যার লজ্জা নেই – চশমখোর
চোখে দেখলেই বিরক্তি জন্মে এমন – চক্ষুশূল
চাদের মতো মুখ যার – চাঁদমুখ
চৈত্র মাসে উৎপন্ন রবিশস্য – চৈতালী
চোখ সব দিকে আছে যার – চোখল
চুষে খেতে হয় যা – চোষ্য
চুরি করার অদম্য লালসা যার – চোর্যোম্মাদ
চিরকাল ধরে স্থায়ী – চিরস্থায়ী
চিন্তার অতীত যা – চিন্তিত
চারদিকে পারদর্শী – চৌকস
চোখে চোখে রাখা হয়েছে যাকে – নজরবন্দী
ছাতার মতো আকার বিশিষ্ট – ছত্রাকার
ছেড়া হয়েছে এমন – ছিন্ন
ছেদন করার যোগ্য – ছেদনীয়
ছল করিয়া কান্না – মায়া কান্না
জন সাধারণ ভালোবাসে যাকে – জনপ্রিয়
জন্ম হতে দৃষ্টিহীন – জন্মান্ধ
জপ করার যোগ্য – জপ্য
জানতে পারে না এমন – অগীষা
জয় করতে ইচ্ছুক – জিগীষু
জানবার ইচ্ছা – জিজ্ঞাসা
জানা আছে যা – জ্ঞাত
জানবার জন্য ইচ্ছুক – জিজ্ঞাসু
জহরতের কারবার করেন যিনি – জহুরী
জয় করার ইচ্ছা – জিগীষা
জীবিত থেকে ও যে মৃত – জীবম্মৃত
জজের বৃত্তি – জজিয়তী
জটা আছে যাতে – জটিল
টাকা তৈরি হয় এরূপ কারখানা – টাকশাল
টোল পড়েনি এমন - নিটোল
খাবার ইচ্ছা – ক্ষুধা
খাবার অযোগ্য – অখাদ্য
খ্যাতি আছে যার – খ্যাতিমান
খাবার জন্য যে খরচ – খাই খরচ
খুব শীতও নয় খুব উষ্ণও নয় – নাতিশীতোষ্ণ
খুব বেশি দীর্ঘ নয় – নাতিদীর্ঘ
গ্রহণ করার যোগ্য – গ্রহণযোগ্য
গ্রহণ না করা – প্রত্যাখ্যান
গাছে গাছে বেড়ায় যে – গেছো
গরুর দুধ হতে জাত – গব্য
গরুর মতো অত্যন্ত নিরীহ – গোবেচোরা
গৃহে গৃহে ভিক্ষা করে যে – মাধুকরী
গোপন করার ইচ্ছা – জগুপনা
গোলাপের মতো রং যার – গোলাপী
গৃহিনীর কাজ – গিন্নপনা
গ্রীবা সুন্দর যার – সুগ্রীব
গণনার অযোগ্য – নগন্য
ঘন হয়ে আসছে এমন – ঘনায়মান
ঘন হয়েছে এমন – ঘনীভূত
ঘোলের মতো ভাব – ঘোলাটে
ঘুমিয়ে আছে যে – সুপ্ত
ঘৃণার যোগ্য – ঘৃণার্হ
ঘা্ম থেকে উৎপন্ন ব্রণ – ঘামাচি
চাকার মত আকৃতি বিশিষ্ট – চক্রাকার
চিন্তা করা যায় না – অচিন্ত্যনীয়
চক্ষুর সম্মুখে সংঘটিত – চাক্ষুস
চোখে যার লজ্জা নেই – চশমখোর
চোখে দেখলেই বিরক্তি জন্মে এমন – চক্ষুশূল
চাদের মতো মুখ যার – চাঁদমুখ
চৈত্র মাসে উৎপন্ন রবিশস্য – চৈতালী
চোখ সব দিকে আছে যার – চোখল
চুষে খেতে হয় যা – চোষ্য
চুরি করার অদম্য লালসা যার – চোর্যোম্মাদ
চিরকাল ধরে স্থায়ী – চিরস্থায়ী
চিন্তার অতীত যা – চিন্তিত
চারদিকে পারদর্শী – চৌকস
চোখে চোখে রাখা হয়েছে যাকে – নজরবন্দী
ছাতার মতো আকার বিশিষ্ট – ছত্রাকার
ছেড়া হয়েছে এমন – ছিন্ন
ছেদন করার যোগ্য – ছেদনীয়
ছল করিয়া কান্না – মায়া কান্না
জন সাধারণ ভালোবাসে যাকে – জনপ্রিয়
জন্ম হতে দৃষ্টিহীন – জন্মান্ধ
জপ করার যোগ্য – জপ্য
জানতে পারে না এমন – অগীষা
জয় করতে ইচ্ছুক – জিগীষু
জানবার ইচ্ছা – জিজ্ঞাসা
জানা আছে যা – জ্ঞাত
জানবার জন্য ইচ্ছুক – জিজ্ঞাসু
জহরতের কারবার করেন যিনি – জহুরী
জয় করার ইচ্ছা – জিগীষা
জীবিত থেকে ও যে মৃত – জীবম্মৃত
জজের বৃত্তি – জজিয়তী
জটা আছে যাতে – জটিল
টাকা তৈরি হয় এরূপ কারখানা – টাকশাল
টোল পড়েনি এমন - নিটোল