Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#3935
বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১.’পয়ার’ কোন ছন্দের অন্তর্ভুক্ত? (তথ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশে টেলিভিশন:০৬)
-অমিত্রাক্ষর
২.’অমিত্রাক্ষর’ ছন্দের বৈশিষ্ট্য হলো – (২৫ তম বিসিএস)
-অন্ত্যমিল নেই
৩.মাইকেল মধুসুদন দত্ত প্রবর্তিত নতুন ছন্দের নাম কি? (বাংলাদেশে রেলওয়ে সহকারী কমান্ডেট:০৭)
-অমিত্রাক্ষর
৪.কোন কবি বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন? (প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক:০১)
-মাইকেল মধূসুদন দত্ত
৫.হে দারিদ্র তুমি মোরে করেছ মহান। এ চরণটি কোন ছন্দে লেখা? (থানা শিক্ষা অফিসার:৯৯)
-অমিত্রাক্ষর
৬.স্বরাক্ষরিক ছন্দের প্রবর্তক কে? (তথ্য মন্ত্রণালয়ের অধীন তথ্য অফিসার:০৫)
-সত্যেন্দ্রনাথ দত্ত

চতুর্দশপদী কবিতা (সনেট)
সনেট ইটালিয়ান শব্দ। এর বাংলা রূপ চতুর্দশপদী কবিতা।
ইতালীয় কবি পেত্রার্ক এ ধারার আদি কবি।
মাইকেল মধূসুদন দত্ত বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক।
ইহাতে চৌদ্দ চরণ থাকে।
সনেটের দুটি অংশ।
ক. অষ্টক: প্রথম আট চরণকে অষ্টক বলে।
খ. ষটক: শেষ ছয় চরণকে ষটক বলে।

বিভিন্ন প্রতিযোগীতা মূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১.সনেট কি? (শ্রম মন্ত্রণালয়ের অধীনে সহকারী শ্রম অফিসার:০৩)
-১৪ লাইনের কবিতা
২.সনেটের কয়টি লাইন থাকে? (সাব রেজিস্ট্রার:৯২)
-১৪টি
৩.সনেটের কটি অংশ? (বাতিলকৃত ২৪ তম বিসিএস)
-২টি
৪.সনেট শব্দটি কোন ভাষা থেকে উৎপন্ন? (রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা:০৫)
-ইটালিয়ান
৫.সনেটের প্রথম আট চরনকে বলা হয় – (ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা:০৫)
-অষ্টক
৬.সনেটের শেষ ছয় চরণকে কী বলা হয়? (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা:১০-১১)
-ষটক
৭.পৃথিবীতে সর্বপ্রথম সনেট কে রচনা করেন? (রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা:০৫)
-পেত্রার্ক
৮.বাংলা সাহিত্যের সনেট রচনার প্রবর্তক কে? (২৫ তম বিসিএস)
- মাইকেল মধূসুদন দত্ত
৯.সনেট কবিতার প্রবর্তক কে? (২৯ তম বিসিএস)
- মাইকেল মধূসুদন দত্ত
১০.সনেট রচনার ক্ষেত্রে মাইকেলের আদর্শ ছিলেন –
-পেত্রার্ক
১১. মাইকেল মধূসুদন দত্ত এর দেশপ্রেম কোন ধরনের সাহিত্যকর্মে প্রবলভাবে প্রকাশ লাভ করেছে? (১৩ তম বিসিএস)
-সনেটে
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]