Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#3851
বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১.জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত – (১৪ তম বিসিএস)
-নদী
২.কোনটি গুণবাচক বিশেষ্য? (মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কর্মকর্তা:৯৮)
-তারুন্য
৩.ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায়? (১৮ তম বিসিএস)
-আই
৪.কোনগুলো বিশেষ্য পদের উদাহরণ – (প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক:০২)
-আরব সাগর, বিশ্বনবী
৫.উৎকর্ষ হচ্ছে – (ভূ -তাত্ত্বিক অধিদপ্তরের সহকারী পরিচালক:০৬)
-বিশেষ্য
৬.নিচের কোন শ্দিটি বিশেষ্য? (প্রধানমন্ত্রীর কার্যালয়ে পার্সোনাল অফিসার:০৪)
-অরন্য
৭.’লাজ’ কোন ধরণের শব্দ? (বাতিলকৃত ২৪ তম বিসিএস)
-বিশেষ্য
৮.’চালাক’ এর বিশেষ্য পদ কি? (দুর্নীতি দমন ব্যুারোর সহকারী পরিচালক:০৪)
-চালাকী
৯.প্রচুর এর বিশেষ্য রূপ – (শ্রম মন্ত্রণালয়ের অধীনে সহকারী পরিচালক:০৫)
-প্রাচুর্য
১০.’কাবুলী’ এর বিশেষ্য পদ কোনটি? (শ্রম মন্ত্রণালয়ের অধীনে সহকারী পরিচালক:০১)
-কাবুলীওয়ালা
১১.সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে। এই বাক্যে ‘সুন্দর’ শব্দটি কোন পদ? (বাতিলকৃত ২৪ তম বিসিএস)
-বিশেষ্য
১২.সুন্দর মানুষকে নিগেজর দিকে টানে? এই বাক্যে ‘সুন্দর’ শব্দটি কোন পদ? (তথ্য মন্ত্রণালয়ের অধীনে টেলিভিশন প্রোকৌশলী: ০৪)
-বিশেষ্য
১৩.নিচের কোন বাক্যে ‘ভালো’ বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয়?
-নিজের ভালো কে না চায়
১৪.ভালো কোন বাক্যে বিশেষ্য অর্থে ব্যবহৃত হয়? (সংস্থাপন মন্ত্রণালয়ের কর্মকর্তা:০৭)
-নিজের ভালো কে না চায়
১৫.’ভালো নিজেকে ঝাহির করে না, অনেক সময়ই তাকে খুজে বের করতে হয়।’ এই বাক্যে ‘ভালো’ শব্দটি কোন পদ? (তথ্য মন্ত্রণালয়ের অধীনে টেলিভিশন প্রোকৌশলী: ০৪)
-বিশেষ্য

বিশেষণ পদ: যে পদ বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, তাকে বিশেষণ পদ বলে।
বিশেষণ পদের প্রকারভেদ:
বিশেষণ পদ প্রধাণত দুই প্রকার। যথা:
১.নাম বিশেষণ
২.ভাব বিশেষণ
নাম বিশেষণ আবার দুই প্রকার। যথা:
১.বিশেষ্যের বিশেষণ
২.সর্বনামের বিশেষন
ভাব বিশেষণ আবার ৪ প্রকার। যথা:
১.ক্রিয়া বিশেষণ
২.বিশেষণের বিশেষণ
৩.অব্যয়ের বিশেষণ
৪.বাক্যের বিশেষণ
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1047 Views
    by shahan
    0 Replies 
    1196 Views
    by kajol
    0 Replies 
    799 Views
    by shahan
    0 Replies 
    1192 Views
    by shahan
    0 Replies 
    3546 Views
    by shohag

    ১.৩ জানুয়ারি : বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডি[…]

    ১. সমাজকল্যাণ ও সমাজকর্মের মধ্যে পার্থক্য হচ্ছে- প[…]

    ১৩ জানুয়ারি ২০২৫ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (ICC)[…]

    ৭ নভেম্বর-১৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হয় ইন[…]