Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#3834
বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই এক একটি পদ।
বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুই পদ।
পদ সাধারণত দুই প্রকার।
১.সব্যয় পদ
২.অব্যয় পদ
সব্যয় পদ আবার চার প্রকার । যথা:
১.বিশেষ্য
২.বিশেষণ
৩.সর্বনাম
৪.ক্রিয়া
সুতরাং পদ মোট পাচ প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া এবং অব্যয়।

বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১.পদ বলতে কি বোঝায়? (২০ তম বিসিএস)
-বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু
২.বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে – (১১ তম বিসিএস)
-পদ
বিশেষ্য: বাক্যের মধ্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম, বা গুণের নাম বোঝানো হয়, তাদের বিশেষ্য পদ বলে।
বিশেষ্যের শ্রেণিবিভাগ:
বিশেষ্য পদ ছয় প্রকার:
১.নামবাচক বিশেষ্য
২.জাতিবাচক বিশেষ্য
৩.বস্তুবাচক বিশেষ্য
৪.সমষ্টিবাচক বিশেষ্য
৫.ভাববাচক বিশেষ্য
৬.গুণবাচক বিশেষ্য
সজ্ঞা বাচক বিশেষ্য: যে পদ দ্বারা কোনো ব্যক্তি, ভৌগোলিক স্থান বা সংঙ্গা এবং গ্রন্থ বিশেষের বিজ্ঞাপিত হয়, তাকে সঙ্গাবাচক বিশেষ্য বলে। যথা –
ব্যক্তির নাম: জামিল, রুবেল, নাহিল, আমিনুল।
ভৌগোলিক স্থানের নাম: বগুড়া, ঢাকা, প্যারিস, মক্কা।
ভৌগোলিক সংজ্ঞা: করতোয়া, হিমালয়, আরব-সাগর।
গ্রন্থের নাম: কৃষ্ণকুমারী, অগ্নিবীণা, পথের দাবী, সঞ্চয়িতা, বিশ্বনবী।
জাতিবাচক বিশেষ্য: যে পদ দ্বারা কোনো এক জাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নাম বোঝায়, তাকে জাতীবাচক বিশেষ্য বলে। যেমন: মানুষ, গরু, পাখি, পর্বত, নদী।
বস্তুবাচক বিশেষ্য: যে পদে কোনো উপাদানবাচক পদার্থের নাম বোঝায় তাকে বস্তুবাচক বিশেষ্য বলে। যথা: বই, খাতা, কলম, থালা, বাটি, ইত্যাদি।
সমষ্টিবাচক বিশেষ্য: যে পদে বেশ কিছু সংখ্যক ব্যক্তি বা প্রাণীর সমষ্টি বোঝায় তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলে। যথা: সভা, জনতা, সমাজ ইত্যাদি।
ভাববাচক বিশেষ্য: যে বিশেষ্য পদে কোনো ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশিত হয় তাকে ভাববাচ্য বিশেষ্য বলে। যথা: যাওয়ার ভাব বা কাজ = গমন।
আবার ধাতুর বা প্রতিপাদকের পর আেই প্রত্যয় যুক্ত করে ভাববাচ্য বিশেষ্য গঠিত।
বড়+আই = বড়াই
গুণবাচক বিশেষ্য: যে বিশেষ্য দ্বারা কোনো বস্তুর দোষ বা গুণের নাম বোঝায় তাকে গুণবাচক বিশেষ্য বলে। যেমন:
মধুর মিষ্টত্বের গুণ = মধুরতা।
    InterServer Web Hosting and VPS

    বেপজা পাবলিক স্কুল ও কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ[…]

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি […]

    বিডিচাকরি তে একজন কনটেন্ট ম্যানেজার আবশ্যক […]

    Career Opportunity Wealth Champ Internati[…]