- Sun Oct 18, 2020 12:35 pm#3813
১.চর্যাপদ রচনার উদ্দেশ্য – ধর্মচর্চা।
২.বিদ্যাপতি যে ভাষায় পদ রচনা করেন – ব্রজবুলি।
৩.বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর বাক্যটির শুদ্ধরূপ – বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
৪.ঐ এবং ঔ যে ধরনের স্বরসন্ধি – যৌগিক।
৫.বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের যে কাব্যের অন্তর্গত – অগ্নিবীণা।
৬.রায়নন্দীনি উপন্যাসের লেখক – সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী।
৭.ভাগ্য> ভাইগ্যা যে ধরনের ধ্বনি পরিবর্তন – অপিনিহিত।
৮.শহিদ মিনার সম্পর্কে লেখা ‘স্মৃতিস্তম্ভ’ কবিতাটির রচয়িতা – আলাউদ্দীন আল আজাদ
৯.নত্ব ও ষত্ব বিধান ব্যাকরনের যে অংশে আলোচিত হয় – ধ্বনিত্ত্ব
১০.নাটকের অপর নাম কি – দৃশ্যকাব্য
১১.সাঝের মায়া কাব্যটির রচয়িতা – সুফিয়া কামাল
১২.মার্জার এর সমার্থক শব্দ – বিড়াল
১৩.বৃহস্পতি এর সন্ধিবিচ্ছেদ – বৃহৎ+পতি।
১৪.মুক্তি শব্দের বিপরীত শব্দ -বন্ধন
১৫.মঙ্গলকাব্যের মূল উপজীব্য – দেবদেবীর গুণগান
১৬.অন্তস্থ ধ্বনি – য, র, ল, ব।
১৭.দিব তোমা শ্রদ্ধা ভক্তি এর কারক ও বিভক্তি – সম্প্রদানে শূণ্য।
১৮.স্বৈর এর সন্ধিবিচ্ছেদ হলো – স্ব+ঈর
১৯.বাচাল শব্দের বিপরীত শব্দ – স্বল্পভাষী
২০.বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র – ইন্দ্রনাথ।
২১.বাংলা কবিতায় আধুনিকতার প্রবর্তক – মাইকেল মধূসুদন দত্ত
২২.শক্রকে পীড়া দেয় যে এর বাক্য সংকোচন – পরন্তপ।
২৩.জসীম উদ্দীনের কবর কবিতাটি প্রকাশিত হয় – কল্লোল পত্রিকায়।
২৪.বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোড়ে উক্তিটির তাৎপর্য – জীবন মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর।
২৫.শবনম উপন্যাসটি রচনা করেন – সৈয়দ মুজতবা আলী
২৬.মানিক বন্দোপাধ্যায়ের প্রথম উপন্যাস – জননী
২৭.বাংলা প্রবন্ধের প্রবর্তক – রাজা রামমোহন রায়
২৮.অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে – উপসর্গের
২৯.জিবরাইলের ডানা ছোট গল্পটির রচয়িতা – শাহেদ আলী।
৩০.একই সাথে উচ্চারিত দুইটি মিলিত স্বরধ্বনিকে বলে – যৌগিক স্বর।
২.বিদ্যাপতি যে ভাষায় পদ রচনা করেন – ব্রজবুলি।
৩.বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর বাক্যটির শুদ্ধরূপ – বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
৪.ঐ এবং ঔ যে ধরনের স্বরসন্ধি – যৌগিক।
৫.বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের যে কাব্যের অন্তর্গত – অগ্নিবীণা।
৬.রায়নন্দীনি উপন্যাসের লেখক – সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী।
৭.ভাগ্য> ভাইগ্যা যে ধরনের ধ্বনি পরিবর্তন – অপিনিহিত।
৮.শহিদ মিনার সম্পর্কে লেখা ‘স্মৃতিস্তম্ভ’ কবিতাটির রচয়িতা – আলাউদ্দীন আল আজাদ
৯.নত্ব ও ষত্ব বিধান ব্যাকরনের যে অংশে আলোচিত হয় – ধ্বনিত্ত্ব
১০.নাটকের অপর নাম কি – দৃশ্যকাব্য
১১.সাঝের মায়া কাব্যটির রচয়িতা – সুফিয়া কামাল
১২.মার্জার এর সমার্থক শব্দ – বিড়াল
১৩.বৃহস্পতি এর সন্ধিবিচ্ছেদ – বৃহৎ+পতি।
১৪.মুক্তি শব্দের বিপরীত শব্দ -বন্ধন
১৫.মঙ্গলকাব্যের মূল উপজীব্য – দেবদেবীর গুণগান
১৬.অন্তস্থ ধ্বনি – য, র, ল, ব।
১৭.দিব তোমা শ্রদ্ধা ভক্তি এর কারক ও বিভক্তি – সম্প্রদানে শূণ্য।
১৮.স্বৈর এর সন্ধিবিচ্ছেদ হলো – স্ব+ঈর
১৯.বাচাল শব্দের বিপরীত শব্দ – স্বল্পভাষী
২০.বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র – ইন্দ্রনাথ।
২১.বাংলা কবিতায় আধুনিকতার প্রবর্তক – মাইকেল মধূসুদন দত্ত
২২.শক্রকে পীড়া দেয় যে এর বাক্য সংকোচন – পরন্তপ।
২৩.জসীম উদ্দীনের কবর কবিতাটি প্রকাশিত হয় – কল্লোল পত্রিকায়।
২৪.বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোড়ে উক্তিটির তাৎপর্য – জীবন মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর।
২৫.শবনম উপন্যাসটি রচনা করেন – সৈয়দ মুজতবা আলী
২৬.মানিক বন্দোপাধ্যায়ের প্রথম উপন্যাস – জননী
২৭.বাংলা প্রবন্ধের প্রবর্তক – রাজা রামমোহন রায়
২৮.অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে – উপসর্গের
২৯.জিবরাইলের ডানা ছোট গল্পটির রচয়িতা – শাহেদ আলী।
৩০.একই সাথে উচ্চারিত দুইটি মিলিত স্বরধ্বনিকে বলে – যৌগিক স্বর।