Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#3788
কিছু পুরুষবাচক শব্দের দুটো করে স্ত্রীবাচক শব্দ রয়েছে। যথা:
পুংলিঙ্গ – স্ত্রী লিঙ্গ
দেবর – ননদ/জা
ভাই – বোন/ভাবি
দাদা – দিদি/বৌদি
ঘোষ – ঘোষজা/ঘোষজায়া
শিক্ষক – শিক্ষয়িত্রী/শিক্ষকপত্নী
বন্ধু – বান্ধবী/বন্ধুপত্নী

কিছু স্ত্রীবাচক শব্দের দুটো করে পুরুষবাচক মব্দ রয়েছে। যথা:
পুংলিঙ্গ – স্ত্রী লিঙ্গ
ডাক্তার/নন্দাই – ননদ
জামাই/ছেলে – মেয়ে

স্ত্রী লিঙ্গান্তর করলে অবজ্ঞা প্রকাশ পায় –
পুংলিঙ্গ – স্ত্রী লিঙ্গ
ডাক্তার – ডাক্তারনী
দারোগা – দারোগানী
জমিদার – জমিদারনী
মাস্টার – মাস্টারনী

স্ত্রী লিঙ্গান্তর করলে ক্ষুদ্রার্থ বুঝায়:
পুংলিঙ্গ – স্ত্রী লিঙ্গ
নাটক – নাটিকা
মালা – মালিকা
ঘট – ঘটা
গীত – গীতিকা
ছোরা – ছুরি

কিছু গুরুত্বপূর্ণ লিঙ্গান্তর
পুংলিঙ্গ – স্ত্রী লিঙ্গ
অজ – অজা
শিষ্য – শিষ্যা
সুলতান – সুলতানা
খান – খানম
বেয়াই – বেয়ান
বর – বধূ
গো – গবী
কর্তা – কর্ত্রী
ধাতা -ধাত্রী
সৎ - সতী
মহৎ - মহতী
মানুষ – মানুষী

সম্বোধনে পুং ও স্ত্রীবাচক শব্দ আছে –
পুংলিঙ্গ – স্ত্রী লিঙ্গ
কল্যাণীয়েষু – কল্যাণীয়াষু
কল্যানীবরেষু – কল্যাণীবরাসু

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১.লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? (১৮ তম বিসিএস)
-কবিরাজ
২.লিঙ্গান্তর হয় না কোন শব্দটির? (সহকারী জজ নিয়োগ:০৮)
-কেরানী
৩.নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? (মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক:০১)
-সৎমা
৪.কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ? (সমাজসেবা অধিদপ্তরের শহর সমাজসেবা অফিসার:০৭)
-সতীন
৫.অরণ্য এর লিঙ্গান্তর কি? (আইন, বিচার, ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রার:৯৪)
-অরণ্যাণী
৬.কোনটি ভিন্নার্থক স্ত্রীবাচক শব্দ? (মহাহিসাব নিরীক্ষক কর্মকর্তা:৯৮)
-বনানী
৭.নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে – (২৩ তম বিসিএস)
-শ্রদ্ধাস্পদাসু
৮.দুটি পুরুষবাচক নাম শব্দকে কি বলে? (১৮ তম বিসিএস)
-ননদ
৯.বকনা শব্দের অর্থ - (সাব রেজিস্টার-০১)
-গাই বাছুর
১০.বিধবা শব্দের বিপরীত লিঙ্গ কোনটি?
-বিপত্নীক
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2181 Views
    by masum
    0 Replies 
    1357 Views
    by shanta
    0 Replies 
    2488 Views
    by tamim
    0 Replies 
    2004 Views
    by raja
    0 Replies 
    1937 Views
    by mousumi

    ১.বাংলাদেশে কত প্রজাতির ইলিশ মাছ পাওয়া যায়? বাংল[…]

    ১.এক কোটিতে কত মিলিয়ন হয়?-উঃ ১০ মিলিয়ন। ২. ৫০ ট[…]