Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#3688
অতীত কাল
সাধারণ অতীত: বর্তমান কালের পূর্বে যে ক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে, তার সংঘটন কালই সাধারণ অতীত কাল। যেমন:
প্রদীপ নিভে গেল।
শিকারি পাখিটিকে গুলি করল।
নিত্যবৃত্ত অতীত: অতীত কালে যে ক্রিয়া সাধারণত অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয়, তাকে নিত্যবৃত্ত অতীত কাল বলে। যেমন:
আমরা তখন রোজ সকালে নদী তীরে ভ্রমণ করতাম।
আগে প্রতি বছর এখানে খেলা হত।
ঘটমান অতীত কাল: অতীতকালে যে কাজ চলছিল এবং যে সময়ের কথা বলা হয়েছে, তখনও কাজটি সমাপ্ত হয়নি ক্রিয়া সংগঠনের এরূপ ভাব বোঝালে ক্রিয়ার ঘটমান অতীত কাল হয়। যেমন:
কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল।
আমরা তখন বই পড়ছিলাম।
পুরাঘটিত অতীত কাল: যে ক্রিয়া অতীতে বহু পূর্বেই সংঘটিত হয়ে গিয়েছে এবং যার পরে আরও কিছু ঘটনা ঘটে গেছে তার কালকে পুরাঘটিত অতীতকাল বলে।
যেমন:
সে বার তাকে সুস্থই দেখে ছিলাম।
কাজটি কি তুমি করেছিলে?

ভবিষ্যৎ কাল
সাধারণ ভবিষ্যৎকাল: যে ক্রিয়া পরে বা অনাগত কালে সংগঠিত হবে, তার কালকে সাধারণ ভবিষ্যৎ কাল বলে। যথা:
আমরা মাঠে খেলতে যাবো।
শীঘ্রই বৃষ্টি আসবে।
ঘটমান ভবিষ্যৎ: যে তাজে ভবিষ্যৎ কালে চলতে থাকবে তার কালকে ঘটমান ভবিষ্যৎ বলে। যেমন:
আমরা পড়াশোনা করিতে থাকব।
পুরাঘটিত ভবিষ্যৎ: যে ক্রিয়া সম্ভব ঘটে গিয়েছে, সাধারণ ভবিষ্যৎ কালবোধক শব্দ ব্যবহার করে তা বোঝালে পুরাঘটিত ভবিষ্যৎ কাল হয়।
আমরা সেখানে গিয়ে থাকব।

বিভিন্ন কালের প্রয়োগ:
বর্তমানকাল:
সাধারণ বর্তমান: সে ভাত খায়।
নিত্যবৃত্ত বর্তমান: সে রোজ সকালে ভাত খায়।
ঘটমান বর্তমান: সে ভাত খেয়েছে।
অতীতকাল:
সাধারণ অতীত: সে ভাত খায়।
নিত্যবৃত্ত অতীত: সে রোজ সকালে ভাত খেত।
ঘটমান অতীত: সে ভাত খাচ্ছিল।
পুরাঘটিত অতীত: আমরা উপস্থিত হওয়ার পূর্বেই সে ভাত খেয়ে ফেলল।
ভবিষ্যৎকাল:
সাধারণ ভবিষ্যৎ: সে ভাত খাবে।
ঘটমান ভবিষ্যৎ: সে ভাত খাইতে থাকবে।
পুরাঘটিত ভবিষ্যৎ: সে ভাত খেয়ে থাকবে।

বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর:
১.যে কাজ এখনো চলছে তাকে কি বলে? (প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক:০১)
-ঘটমান বর্তমান
২.’বাঙালিরা ভাত খায়।’ কোন কালের উদাহরণ? (থানা সহকারী শিক্ষা অফিসার:০৫)
-সাধারণ বর্তমান
৩.’বালকেরা স্কুলে যাচ্ছে’ বাক্যটি কোন ধরনের বর্তমান কাল নির্দেশ করে?
-ঘটমান বর্তমান কাল।
৪. ”সে পুরস্কার পেয়েছে” কোন ধরনের বর্তমান কাল? (রেলওয়ে সহকারী কমান্ডেট:০০)
-পুরাঘটিত বর্তমান
৫.নিচের কোনটি নিত্যবৃত্ত অতীত? (স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সহকারী:১০)
-পড়াতাম
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2008 Views
    by tamim
    0 Replies 
    1646 Views
    by raja
    0 Replies 
    1584 Views
    by mousumi
    0 Replies 
    2036 Views
    by kajol
    0 Replies 
    1743 Views
    by raihan
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]