Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#3646
বাচ্য পরিবর্তনে ক্রিয়ার ভাব পরিবর্তিত হয়।
বাচ্য পরিবর্তনে ক্রিয়ার কাল পরিবর্তিত হয় না।
বাচ্য পরিবর্তনে বাক্যের প্রকারের পরিবর্তন হয় না।
ক্রিয়াপদ সকর্মক হলে কর্তৃবাচ্যকে কর্মবাচ্যে এবং কর্মবাচ্যকে কর্তৃবাচ্য রূপান্তরিত করা যায়।
কর্তৃবাচ্য
বিদ্বানকে সকলেই আদর করে।
আমি ভাত খেয়েছি।
আমি বই পড়েছি।
কর্মবাচ্য
বিদ্বান সকলের দ্বারা আদৃত হন।
আমার ভাত খাওয়া হয়েছে।
আমার বই পড়া হয়েছে।
কর্মবাচ্য
আমা দ্বারা ফুল তোলা হইয়াছে।
আমার আম খাওয়া হইয়াছে।
কর্তৃবাচ্য
আমি ফুল তুলিয়াছি।
আমি আম খাইয়াছি।
ক্রিয়াপদ অকর্মক হলে কর্তৃবাচ্যকে ভাববাচ্যে এবং ভাব বাচ্যকে কর্তৃবাচ্য রূপান্তর করা যায়।
কর্তৃবাচ্য
আমি আর গেলাম না।
তুমি ঢাকা যাবে।
তুমি বেড়ালে?
ভাববাচ্য
আমার আর যাওয়া হলো না।
তোমাকেই ঢাকা যেতে হবে।
তোমার বেড়ানো হলো।
ভাববাচ্য
তোমাকে হাটতে হবে।
তার যেন আসা হয়।
কর্তৃবাচ্য
তুমি হাটবে।
সে যেন আসে।
কর্মবাচ্যের ক্রিয়াপদ সকর্মক এবং ভাববাচ্যের ক্রিয়াপদ অকর্মক তাই তাদের মধ্যে রূপান্তর সম্ভব নয়।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১.’আমার বই পড়া হয়েছে’ কর্তৃবাচ্য রূপ হচ্ছে – (উপজেলা মহিলা কর্মকর্তা:০৫)
-আমি বই পড়েছি
২.যে বাচ্যের কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয় তাকে কোন বাচ্য বলে? (শ্রম পরিদপ্তরের মেডিকেল অফিসার:০৫)
-ভাববাচ্য
৩.ভাববাচ্যের উদাহরণ – (পিএসসি কর্তৃক নির্ধারিত ১২ টি পদ:০১)
-এবার মাছ ধরা যাক
৪.নিচের কোন বাক্যটি ভাববাচ্যের? (প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক:৯৯)
-আমাকে ভাত দেওয়া হয়নি
৫.তুমি বেড়ালে। এ বাক্যের ভাববাচ্য রূপান্তর – (সহকারী থানা শিক্ষা অফিসার)
-তোমার বেড়ানো হলো

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]