Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#3607
তদ্ভব শব্দ: যে সব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায় কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে সে সব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। এই তদ্ভব শব্দগুলোকে খাটি বাংলা শব্দও বলা হয়। যেমন:
সংস্কৃত – প্রাকৃত – তদ্ভব
হস্ত – হত্থ – হাত
পাদ – পাঅ – পা
চর্মকার – চম্মআর – চামার
চন্দ্র – চন্দ্র – চাঁদ
মাতা – মাআ – মা
ঘৃত -ঘিঅ – ঘি

বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১.তদ্ভব এর অর্থ হলো – (কলকারখানা ও প্রতিষ্ঠান সহকারী পরিদর্শক:০৫)
-তার থেকে উৎপন্ন
২.চন্দ্র শব্দের তদ্ভব রূপ – (সঞ্চয় পরিদপ্তরের হিসাব রক্ষক:১০)
-চাঁদ
৩.কোনটি তদ্ভব শব্দ? (১০ম বিসিএস)
-চাঁদ
৪.নিচের কোন শব্দটি তদ্ভব? (জেলা দুর্ণীতি দমন অফিসার:৯৪)
-ভিটা
৫. .নিচের কোন শব্দটি তদ্ভব? (সাব-রেজিস্ট্রার:০৩)
-হাত
৬.কোন শব্দগুলো তদ্ভব?
-আকাশ, বাতাস, চাঁদ
৭. নিচের কোন শব্দটি তদ্ভব নয়? (সমাজসেবা অধিদপ্তরের অফিসার:০৬)
-পুস্ত

অর্ধ তৎসম শব্দ: বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়। এগুলোকে বলে অর্ধ তৎসম শব্দ। তৎসম মানে সংস্কৃত। আর অর্ধ তৎসম মানে আধা সংস্কৃত। উদাহরণ: খিদে, গিন্নী, নেমতন্ন।

বিভিন্ন প্রতিযোগীতা মূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১.বাংলা ভাষায় অর্ধ তৎসম শব্দগুলো এসেছে কোন ভাষা থেকে? (উপজেলা নির্বাচন অফিসার: ০৮)
-সংস্কৃত
২.খিদে কোন ধরণের শব্দ? (উপজেলা মহিলা কর্মকর্তা:০৫)
-অর্ধ-তৎসম
৩.’গিন্নী’ কোন শ্রেনীর শব্দ? (গনমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক:০৩)
-অর্ধ-তৎসম
৪.’গেরাম’ কোন জাতীয় শব্দ? (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা:০৪)
-অর্ধ-তৎসম
৫.অর্ধ-তৎসম শব্দ কোনটি? (ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা: ০৫)
-ষাড়
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2103 Views
    by mousumi
    0 Replies 
    2594 Views
    by kajol
    0 Replies 
    2185 Views
    by raihan
    0 Replies 
    465 Views
    by shahan
    0 Replies 
    424 Views
    by kajol

     ক্যালডীয় সভ্যতার স্থপতি –নেবুচাঁদনেজার। […]

    বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত?-উঃ ঢা[…]

     ব্যাসবাক্যের অপর নাম কি?-উঃ বিগ্রহবাক্য।  সমাস […]

     প্রভাবতী সম্ভাবষণ কার রচনা ?-উঃ ঈশ্বরচন্দ্র বিদ্[…]