Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#3587
বাংলাভাষায় শব্দের অনুপাত
ক.তৎসম শব্দ – ২৫%
খ.অর্ধ-তৎসম শব্দ – ০৫%
গ.তদ্ভব শব্দ – ৬০%
ঘ.দেশী শব্দ – ০২%
ঙ.বিদেশী শব্দ – ০৮%
সর্বমোট ১০০%

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১.বুৎপত্তিগতভাবে বাংলা ভাষার শব্দকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? (উপজেলা সমাজসেবা অফিসার: ০৮)
-পাঁচটি
২.বাংলা ভাষার শব্দসম্ভারে দেশী শব্দের ব্যবহার শতকরা – (রেলওয়ে সহকারী কমান্ডেট:০০)
-২%
৩.বাংলাভাষার শব্দ সম্ভারে বিদেশী শব্দ কত ভাগ এসেছে?
-৮%
৪.বাংলা ভাষায় সবচেয়ে বেশি শব্দ এসেছে – (প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী অফিসার:০৫)
-ফার্সি থেকে
ক.তৎসম শব্দ: যে সব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ পরিবর্তিত হয়েছে সে সব শব্দকে বলা হয় তৎসম শব্দ।
তৎসম শব্দ চেনার উপায়:
ণ-যুক্ত শব্দ: ব্যাকরণ, গগণ, তৃণ, অগ্রাহায়ণ ইত্যাদি।
ষ-যুক্ত শব্দ: ভাষা, বৈষ্ণব, নক্ষত্র ইত্যাদি।
ঋ-যুক্ত শব্দ: গৃহ, গৃহিনী, নৃত্য ইত্যাদি।
চন্দ্র, সূর্য, আকাশ, ভবন, ধর্ম, পাত্র, পুত্র, মাতা, কবি, ছবি, জীবন, দান, ফল, বায়ু, সাগর, খাদ্য, আঘাত, উত্তর, উদর, অলাবু, নদী।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১.সংস্কৃত ভাষা থেকে শব্দ সোজাসুজি বাংলায় এসেছে ও যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে কি বলে? (তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা:৯৭)
-তৎসম শব্দ
২.নিচের কোনটি তৎসম শব্দ? (স্কুল শিক্ষক নিবন্ধন:১০)
-ভবন
৩.নিচের কোনটি তৎসম শব্দ? (তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা:৯৭)
-সন্ধ্যা
৪.কোনটি তৎসম শব্দ? (উপজেলা/থানা শিক্ষা অফিসার:০৪)
-দধি
৫.সংস্কৃত শব্দ কোনটি নির্দেশ করে – (কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক:০৩)
-মাতা
৬.কোনটি তৎসম শব্দের উদাহরণ – (হাইকোর্ট রেজিস্ট্রার:৯৪)
-জোৎস্না
৭.তৎসম শব্দ কোনটি? (এলজিইডিতে সহকারী প্রকৌশলী:০৫)
-চন্দ্র
৮.কোনটি তৎসম শব্দ – (তথ্য মন্ত্রণালয়ের অধীন সহকারী পরিচালক: ০৩)
-চন্দন
৯.ব্যাকরণ শব্দটি --.
-সংস্কৃত
১০.কোনটি সংস্কৃত তৎসম শব্দ? (বাংলাদেশ টেলিভিশন এবং বিজ্ঞাপন আধিকারিক:০৬)
-অগ্রাহায়ন
১১.’অঞ্চল’ শব্দটি কোন শ্রেনীর?
-তৎসম
১২.শাড়ি শব্দের উৎস – (ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা:০৬)
-সংস্কৃত ‘শাচী’
১৩.’দই’ শব্দটির উৎস ভাষা – (ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা:০৫-০৬)
-সংস্কৃত
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    4295 Views
    by tasnima
    0 Replies 
    9475 Views
    by masum
    0 Replies 
    9901 Views
    by masum
    0 Replies 
    2592 Views
    by shahan
    0 Replies 
    3095 Views
    by kajol

    ছেলেমি-- বুড়োমি/পাকামি/জ্যাঠামি ছোকরা-- বুড়া ছেঁ[…]

    ঘোষধ্বনি-- অঘোষধ্বনি ঘাট-- আঘাট ঘাটতি-- বাড়তি ঘন-[…]

    গোরা-- কালা গৃহিত-- বর্জিত গুরু-- লঘু/শিষ্য গরল-- […]

    খুচরা-- পাইকারি খ্যাত-- অখ্যাত খ্যাতি-- অখ্যাতি খা[…]