- Sat Oct 03, 2020 1:36 pm#3577
শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দসমূহ তিন ভাগে বিভক্ত।যথা:
ক.যৌগিক শব্দ: যে সকল শব্দের বুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম সেগুলোকে যৌগিক শব্দ বলে। যেমন:
গায়ক=গৈ+ণক (অক) অর্থ: গান যে করে।
কর্তব্য=কৃ+তব্য অর্থ: যা করা উচিত।
মধুর=মধু+র অর্থ: মধুর মতো মিষ্টি গুণযুক্ত।
চিকামারা=চিকা+মারা অর্থ: দেওয়ালের লিখন।
খ.রুঢ়ি শব্দ: যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে রুঢ়ি শব্দ বলে।
হস্তী=হস্ত+ইন। অর্থ হচ্ছে হস্ত আছে যার। কিন্তু হস্তি বলতে একটি পশুকে বোঝায়।
বাশি বাশ দিয়ে তৈরি যে কোন বস্তু নয় শব্দটি সুরের বিশেষ বাদ্যযন্ত্র বিশেষ অর্থে প্রযুক্ত হয়।
তৈল শুধু তিলজাত স্নেহ পদার্থ নয় শব্দটি যে কোনো উদ্ভিজ্জ পদার্থজাত স্নেহ পদার্থকে বোঝায়। যেমন: বাদাম তেল।
সন্দেশ-শব্দ ও প্রত্যয় গত অর্থে সংবাদ। কিন্তু রুঢ়ি অর্থে মিষ্টান্ন বিশেষ।
গ.যোগ রুঢ় শব্দ: সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণ ভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাদের যোগরুঢ় শব্দ বলে। যেমন:
পঙ্কজ: পঙ্কে জন্মে যা। শৈবাল, শালুক প্রভৃতি নানাবিধ উদ্ভিদ পঙ্কে জন্মে থাকে । তাই পঙ্কজ একটি যোগরুঢ় শব্দ।
রাজপুত: রাজার পুত্র অর্থ পরিত্যাগ করে যোগরুঢ় শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে জাতি বিশেষ।
মহাযাত্রা: মহাসমারোহে যাত্রা অর্থ পরিত্যাগ করে যোগরুঢ় শব্দ রূপে অর্থ মৃত্যু।
জলধি: জল ধারণ করে এমন অর্থ পরিত্যাগ করে একমাত্র সমুদ্র অর্থেই ব্যবহৃত হয়।
বিভিন্ন প্রতিযোগীতামূলক পরিক্ষার প্রশ্নোত্তর
১.শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায়— (১৭ তম বিসিএস)
-তিন ভাগে
২.যে সব শব্দের বুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ অভিন্ন তাকে বলে ---- (সমবায় অধিদপ্তরের ২য় শ্রেনীর অফিসার:৯৭)
-যৌগিক শব্দ
৩.যে সব শব্দের মূল অর্থ প্রকাশ না করে অন্য বিশিষ্ট অর্থ প্রকাশ করে, তাকে কি বলে? (গণপূর্ অধিদপ্তরের সহকারী পরিচালক:০৫)
-রূঢ়ি শব্দ
৪.কোনটি যৌগিক শব্দ? (রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা: ০৬-০৭)
-দৌহিদ্র
৫.’সাংবাদিক’ শব্দটি একটি – (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা:০৩-০৪)
-যৌগিক
৬.সন্দেশ কোন শ্রেনির শব্দ? (ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা: ০৭)
-রূঢ়ি
৭.’মিতালি’ কোন প্রকৃতির শব্দ? (কারা তত্ত্বধায়ক:০৫)
-যৌগিক
৮.কোনটি যোগরূঢ় শব্দ? (ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা:০৩-০৪)
-পঙ্কজ
৯.যোগরূঢ় শব্দের উদাহরণ কোনটি? (থানা নির্বাচন অফিসার:০৪)
-জলদ
১০.যোগরূঢ় শব্দের উদাহরণ কোনটি? (কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা:০৮)
-আদিত্য
১১.অর্থবিচারে ‘তুরঙ্গম’ কোন ধরণের শব্দ? (ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: ০৭)
-যোগরূঢ়
১২.’যোগরূঢ়’ শব্দের উদাহরণ – (ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা:০৩)
-রাজপুত
ক.যৌগিক শব্দ: যে সকল শব্দের বুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম সেগুলোকে যৌগিক শব্দ বলে। যেমন:
গায়ক=গৈ+ণক (অক) অর্থ: গান যে করে।
কর্তব্য=কৃ+তব্য অর্থ: যা করা উচিত।
মধুর=মধু+র অর্থ: মধুর মতো মিষ্টি গুণযুক্ত।
চিকামারা=চিকা+মারা অর্থ: দেওয়ালের লিখন।
খ.রুঢ়ি শব্দ: যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে রুঢ়ি শব্দ বলে।
হস্তী=হস্ত+ইন। অর্থ হচ্ছে হস্ত আছে যার। কিন্তু হস্তি বলতে একটি পশুকে বোঝায়।
বাশি বাশ দিয়ে তৈরি যে কোন বস্তু নয় শব্দটি সুরের বিশেষ বাদ্যযন্ত্র বিশেষ অর্থে প্রযুক্ত হয়।
তৈল শুধু তিলজাত স্নেহ পদার্থ নয় শব্দটি যে কোনো উদ্ভিজ্জ পদার্থজাত স্নেহ পদার্থকে বোঝায়। যেমন: বাদাম তেল।
সন্দেশ-শব্দ ও প্রত্যয় গত অর্থে সংবাদ। কিন্তু রুঢ়ি অর্থে মিষ্টান্ন বিশেষ।
গ.যোগ রুঢ় শব্দ: সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণ ভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাদের যোগরুঢ় শব্দ বলে। যেমন:
পঙ্কজ: পঙ্কে জন্মে যা। শৈবাল, শালুক প্রভৃতি নানাবিধ উদ্ভিদ পঙ্কে জন্মে থাকে । তাই পঙ্কজ একটি যোগরুঢ় শব্দ।
রাজপুত: রাজার পুত্র অর্থ পরিত্যাগ করে যোগরুঢ় শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে জাতি বিশেষ।
মহাযাত্রা: মহাসমারোহে যাত্রা অর্থ পরিত্যাগ করে যোগরুঢ় শব্দ রূপে অর্থ মৃত্যু।
জলধি: জল ধারণ করে এমন অর্থ পরিত্যাগ করে একমাত্র সমুদ্র অর্থেই ব্যবহৃত হয়।
বিভিন্ন প্রতিযোগীতামূলক পরিক্ষার প্রশ্নোত্তর
১.শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায়— (১৭ তম বিসিএস)
-তিন ভাগে
২.যে সব শব্দের বুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ অভিন্ন তাকে বলে ---- (সমবায় অধিদপ্তরের ২য় শ্রেনীর অফিসার:৯৭)
-যৌগিক শব্দ
৩.যে সব শব্দের মূল অর্থ প্রকাশ না করে অন্য বিশিষ্ট অর্থ প্রকাশ করে, তাকে কি বলে? (গণপূর্ অধিদপ্তরের সহকারী পরিচালক:০৫)
-রূঢ়ি শব্দ
৪.কোনটি যৌগিক শব্দ? (রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা: ০৬-০৭)
-দৌহিদ্র
৫.’সাংবাদিক’ শব্দটি একটি – (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা:০৩-০৪)
-যৌগিক
৬.সন্দেশ কোন শ্রেনির শব্দ? (ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা: ০৭)
-রূঢ়ি
৭.’মিতালি’ কোন প্রকৃতির শব্দ? (কারা তত্ত্বধায়ক:০৫)
-যৌগিক
৮.কোনটি যোগরূঢ় শব্দ? (ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা:০৩-০৪)
-পঙ্কজ
৯.যোগরূঢ় শব্দের উদাহরণ কোনটি? (থানা নির্বাচন অফিসার:০৪)
-জলদ
১০.যোগরূঢ় শব্দের উদাহরণ কোনটি? (কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা:০৮)
-আদিত্য
১১.অর্থবিচারে ‘তুরঙ্গম’ কোন ধরণের শব্দ? (ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: ০৭)
-যোগরূঢ়
১২.’যোগরূঢ়’ শব্দের উদাহরণ – (ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা:০৩)
-রাজপুত