Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#3548
সাধু ও চলিত রীতিতে পদের রূপভেদ:
পদ – সাধুরীতি – চলিত রীতি
ক্রিয়া – দেন নাই – দেননি
ক্রিয়া – দেখিয়া – দেখে
ক্রিয়া – ফুটিয়া রহিয়াছে – ফুটে রয়েছে
ক্রিয়া – খুলিয়া – খুলে
ক্রিয়া - ভাঙিয়া যাইতে লাগিল – ভেঙে যেতে লাগল
ক্রিয়া – পাইয়াছিলেন – পেয়েছিলেন
ক্রিয়া – পড়িল – পড়লো
ক্রিয়া – পার হইয়া – পেরিয়ে
ক্রিয়া – আসিয়া – এসে
সর্বনাম – তাহারা – তারা
সর্বনাম – উহারা – ওরা
সর্বনাম – উহা – ওটা
সর্বনাম – তাহার – তার
সর্বনাম – তাহাকে – তাকে
বিশেষ্য – মস্তক – মাথা
বিশেষ্য – জুতা – জুতো
বিশেষ্য – সুতা – সুতো
বিশেষ্য – তুলা – তুলো
ক্রিয়া – হইলেন – হলেন
ক্রিয়া – হইলো – হলো
ক্রিয়া – করিয়া – করে
ক্রিয়া - করিল – করল
অব্যয় – অপেক্ষা – চেয়ে
অব্যয় – সহিত – সাথে
বিশেষণ – বন্য – বুনো
বিশেষণ – সতিশয় – অত্যন্ত
অব্যয় – হইতে – হতে
অব্যয় – পূর্বেই – আগেই

সাধু ও চলিত রীতির প্রয়োগ:
সাধুরীতি: তাহারা জুতা খুলিয়া ঘরে প্রবেশ করিল।
চলিত রীতি: তারা জুতো খুলে ঘরে প্রবেশ করল।
সাধুরীতি: কোন ভাষা – রীতিতে এই প্রশ্ন লিখা হইয়াছে।
চলিত রীতি: কোন ভাষা- রীতিতে এ প্রশ্ন লেখা হয়েছে?
বাক্যে ভুলের সংখ্যা নির্ণয়:
বাক্য: যে কথা একবার জমিয়ে বলা গিয়েছে, তাহার পর তার ফেনাইয়া ব্যাখা চলেনা।
চলিত ভাষার এ বাক্যে ভুলের সংখ্যা কয়টি?
-চার। কারণ বাক্যটি চলিত রীতিতে লিখলে:
যে কথা একবার জমে বলা গেছে, তার পর তার ফেনিয়া ব্যাখা চলে না।

বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১.’উহা’ কোন রীতির শব্দ? (স ও জ গনপূর্ত প্রকৌশলী, সিভিল:০১)
-সাধু
২.’বন্য’ শব্দটির চলিত রূপ কোনটি? (মহাহিসাব নিরীক্ষক কর্মকর্তা:৯৮)
-বুনো
৩.কোন ভাষা রীতিতে এ প্রশ্ন লেখা হয়েছে? (মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক:০৩)
-চলিত রীতি
৪.’যে কথা একবার জমিয়ে বলা হয়েছে, তাহার পর ফেনাইয়া ব্যাখা চলেনা’।---চলতি ভাষায় এ বাক্যে ভুলের সংখ্যা কত?
-৪
৫.তিনি হাটতে হাটতে ভাবিতেছিলেন শুধুমাত্র মণিষী বাক্যেই তো জীবস্মৃত যুব সমাজের কল্যান বহিয়া আনিতে যথেষ্ট নহে। চলিত রীতিতে এই বাক্যের ভুলের সংখ্যা –
-সাত
৬.’একদা মরণ সমুদ্রের বেলাভূমিতে দাড়াইয়া কোন এক আরবীয় সাধক বলিয়ছিলেন’ ----এ বাক্যাংশটি কোন রীতিতে লিখিত? (সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার:০৬)
-সাধু রীতি
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    535 Views
    by rafique
    0 Replies 
    739 Views
    by rafique
    0 Replies 
    504 Views
    by masum
    0 Replies 
    146 Views
    by shanta
    0 Replies 
    213 Views
    by tamim
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]