- Thu Oct 01, 2020 4:41 pm#3540
বাংলা ভাষার প্রকারভেদ:
বাংলা ভাষা দুই প্রকার। যথা: লৈখিক ও মৌখিক।
লৈখিক ভাষা দুই প্রকার। যথা: সাধু,ও চলিত।
মৌখিক ভাষা দুই প্রকার। যথা: চলিত ও আঞ্চলিক (উপভাষা)
সাধুরীতি – চলিত রীতি
সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে। এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। - চলিত রীতি পরিবর্তনশীল। কালের পরিক্রমায় ইহা পরিবর্তন হয়।
শুধু লৈখিক রূপ – লৈখিক ও মৌখিক উভয় রূপ আছে।
তৎসম শব্দবহুল – তদ্ভব শব্দবহুল।
গুরুগম্ভীর ও আভিজাত্যের পরিচায়ক – সংক্ষিপ্ত ও সহজলভ্য।
সর্বনাম ও ক্রিয়াপদ বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। - সর্বনাম ও ক্রিয়াপদ পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে। বহু বিশেষ্য ও বিশেষণের ক্ষেত্রেও এমন ঘটে।
বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১.আঞ্চলিক ভাষার অপর নাম কি? (স্কুল শিক্ষক নিবন্ধন:১০)
-উপভাষা
২.সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য ---(১৬তম বিসিএস)
-ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়
৩.সাধূ ভাষা ও চলিত ভাষার পার্থক্য ----(১৫ তম বিসিএস)
-ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে
৪.বাংলা ভাষার সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি? (জেলা দুর্ণীতি দমন অফিসার:৯৪)
-সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
৫.সাধুভাষা থেকে চলিত ভাষা লিখতে কোন পদযুগলের পরিবর্তন ঘটে? (শ্রম অধিদপ্তরের শ্রম অফিসার:৯৪)
-সর্বনাম ও ক্রিয়া
৬.সাধু ভাষা সাধারণত কোথায় অনুপোযোগী? (১৮ তম বিসিএস)
-নাটকের সংলাপে
৭.কোন ভাষায় সাহিত্যে গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়? (খাদ্য অধিদপ্তরের অধীনে সহকারী পরিচালক:০০)
-সাধূ ভাষায়
৮.কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? (স্কুল শিক্ষক নিবন্ধন:১০)
-সাধু ভাষা
৯.ভাষার কোন রীতি পরিবর্তনশীল? (কলেজ শিক্ষক নিবন্ধন: ১০)
-চলিত রীতি
১০.কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য নয়? (বাংলাদেশ টেলিভিশনের প্রযোজক: ০৬)
-তৎসম শব্দের প্রয়োগ বেশি
১১.নিচের কোন বাক্যটি চলিত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য নয়?
-চলতি ভাষা কৃত্তিম ও অপরিবর্তনীয়
বাংলা ভাষা দুই প্রকার। যথা: লৈখিক ও মৌখিক।
লৈখিক ভাষা দুই প্রকার। যথা: সাধু,ও চলিত।
মৌখিক ভাষা দুই প্রকার। যথা: চলিত ও আঞ্চলিক (উপভাষা)
সাধুরীতি – চলিত রীতি
সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে। এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। - চলিত রীতি পরিবর্তনশীল। কালের পরিক্রমায় ইহা পরিবর্তন হয়।
শুধু লৈখিক রূপ – লৈখিক ও মৌখিক উভয় রূপ আছে।
তৎসম শব্দবহুল – তদ্ভব শব্দবহুল।
গুরুগম্ভীর ও আভিজাত্যের পরিচায়ক – সংক্ষিপ্ত ও সহজলভ্য।
সর্বনাম ও ক্রিয়াপদ বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। - সর্বনাম ও ক্রিয়াপদ পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে। বহু বিশেষ্য ও বিশেষণের ক্ষেত্রেও এমন ঘটে।
বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১.আঞ্চলিক ভাষার অপর নাম কি? (স্কুল শিক্ষক নিবন্ধন:১০)
-উপভাষা
২.সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য ---(১৬তম বিসিএস)
-ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়
৩.সাধূ ভাষা ও চলিত ভাষার পার্থক্য ----(১৫ তম বিসিএস)
-ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে
৪.বাংলা ভাষার সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি? (জেলা দুর্ণীতি দমন অফিসার:৯৪)
-সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
৫.সাধুভাষা থেকে চলিত ভাষা লিখতে কোন পদযুগলের পরিবর্তন ঘটে? (শ্রম অধিদপ্তরের শ্রম অফিসার:৯৪)
-সর্বনাম ও ক্রিয়া
৬.সাধু ভাষা সাধারণত কোথায় অনুপোযোগী? (১৮ তম বিসিএস)
-নাটকের সংলাপে
৭.কোন ভাষায় সাহিত্যে গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়? (খাদ্য অধিদপ্তরের অধীনে সহকারী পরিচালক:০০)
-সাধূ ভাষায়
৮.কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? (স্কুল শিক্ষক নিবন্ধন:১০)
-সাধু ভাষা
৯.ভাষার কোন রীতি পরিবর্তনশীল? (কলেজ শিক্ষক নিবন্ধন: ১০)
-চলিত রীতি
১০.কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য নয়? (বাংলাদেশ টেলিভিশনের প্রযোজক: ০৬)
-তৎসম শব্দের প্রয়োগ বেশি
১১.নিচের কোন বাক্যটি চলিত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য নয়?
-চলতি ভাষা কৃত্তিম ও অপরিবর্তনীয়