- Wed Sep 30, 2020 1:58 pm#3513
Bocabulario em Idiomae Bengalla’e Portuguez: পাদ্রি ম্যানোএল দা আসসুম্পাসাঁও পর্তুগিজ ভাষার একখানি বাংলা ব্যাকরণ এবং এক খানি পর্তুগিজ বাংলা শব্দকোষ প্রনয়ন করেছিলেন। ১৭৪৩ সালে লিসবন থেকে প্রকাশিত ব্যাকরণটি প্রাচীনতম বাংলা ব্যাকরণ হিসেবে বিবেচিত। এতে মূলত বাংলা থেকে পর্তুগিজ এবং পর্তুগিজ থেকে বাংলা শব্দ অনূদিত করে দেখানো হয়েছে। এটি মূলত একটি অভিধান।
A Grammar of the Bengali language: এটি বাংলা ভাষার প্রথম আদর্শ ব্যাকরণ। ১৭৭৮ সালে স্কুল নাথানিয়েল হ্যালহেড এই বাংলা ব্যাকরণগ্রন্থটি রচনা করেছিলেন। গ্রন্থটি মূলত ইংরেজিতে মুদ্রিত, তবে এর অংশবিশেষ বাংলায় চার্লস উইকিনসের হুগলির মুদ্রণযন্ত্র থেকে মুদ্রিত।
গৌড়ীয় ব্যাকরণ: বাঙালীদের মধ্যে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায়। ১৮২৬ সালে স্কুল সোসাইটির অনুরোধে তিনি ইংরেজিতে বাংলা ব্যাকরণ রচনা করেছিলেন। পরে ১৮৩৩ সালে গ্রন্থটিকে বাংলায় অনুবাদ করে নাম দেন ‘গৌড়িয় ব্যাকরন’। এটি বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ।
বিখ্যাত ব্যাকরণ গ্রন্থ:
রচয়িতা – ব্যাকরণ গ্রন্থ
উইলিয়াম কেরি – A Grammar of the Bengali language (1801) ইংরেজি ভাষায় রচিত।
শ্যামাচরণ সরকার – বাঙ্গালা ব্যাকরণ (১৮৫২)
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর – ব্যাকরণ কৌমুদী (১৮৫৩)
নকুলেশ্বর বিদ্যাভুষণ – ভাষাবোধ বাঙ্গালা ব্যাকরণ
ড.মুহাম্মদ শহীদুল্লাহ – বাঙ্গালা ব্যাকরণ
ড.মুহাম্মদ এনামুল হক – ব্যাকরণ মঞ্জরী
জগদীশ চন্দ্র ঘোষ – আধুনিক বাংলা ব্যাকরণ
সুনীতি কুমার – ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ
কাজী দীন মুহাম্মদ ও সুকুমার সেন – অভিনব ব্যাকরণ
মুনীর চৌধুরী, ও মোফাজ্জল হায়দার – বাংলা ভাষার ব্যাকরণ
বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১.বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন – (সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক:০৯)
-ম্যানুয়েল দ্য আসুম্পাসাও
২.বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন – (প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক:০১)
-এন.বি. হ্যালহেড
৩.কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগ বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন?
-ব্রাসি হ্যালহেড
৪.বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ গ্রন্থের রচয়িতা – (তথ্য ও মন্ত্রণালয়ের অধীন সহকারী পরিচালক:০৩)
-রামমোহন রায়
৫.রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কি? (২৭ তম বিসিএস)
-গৌড়ীয় ব্যাকরণ
৬.গৌড়িয় ব্যাকরণ রচনা করেছেন – (সহকারী খানা শিক্ষা অফিসার:১০)
-রাজা রামমোহন রায়
৭.বাংলা ভাষায় ব্যাকরণ কে লিখেন? (হাইকোর্টের রেজিস্ট্রার:৯৪)
-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৮.পাণিনি কে ছিলেন? (আমদানি রপ্তানি অধিদপ্তরের নির্বাহী অফিসার:০৭)
-বৈয়াকরণিক
A Grammar of the Bengali language: এটি বাংলা ভাষার প্রথম আদর্শ ব্যাকরণ। ১৭৭৮ সালে স্কুল নাথানিয়েল হ্যালহেড এই বাংলা ব্যাকরণগ্রন্থটি রচনা করেছিলেন। গ্রন্থটি মূলত ইংরেজিতে মুদ্রিত, তবে এর অংশবিশেষ বাংলায় চার্লস উইকিনসের হুগলির মুদ্রণযন্ত্র থেকে মুদ্রিত।
গৌড়ীয় ব্যাকরণ: বাঙালীদের মধ্যে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায়। ১৮২৬ সালে স্কুল সোসাইটির অনুরোধে তিনি ইংরেজিতে বাংলা ব্যাকরণ রচনা করেছিলেন। পরে ১৮৩৩ সালে গ্রন্থটিকে বাংলায় অনুবাদ করে নাম দেন ‘গৌড়িয় ব্যাকরন’। এটি বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ।
বিখ্যাত ব্যাকরণ গ্রন্থ:
রচয়িতা – ব্যাকরণ গ্রন্থ
উইলিয়াম কেরি – A Grammar of the Bengali language (1801) ইংরেজি ভাষায় রচিত।
শ্যামাচরণ সরকার – বাঙ্গালা ব্যাকরণ (১৮৫২)
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর – ব্যাকরণ কৌমুদী (১৮৫৩)
নকুলেশ্বর বিদ্যাভুষণ – ভাষাবোধ বাঙ্গালা ব্যাকরণ
ড.মুহাম্মদ শহীদুল্লাহ – বাঙ্গালা ব্যাকরণ
ড.মুহাম্মদ এনামুল হক – ব্যাকরণ মঞ্জরী
জগদীশ চন্দ্র ঘোষ – আধুনিক বাংলা ব্যাকরণ
সুনীতি কুমার – ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ
কাজী দীন মুহাম্মদ ও সুকুমার সেন – অভিনব ব্যাকরণ
মুনীর চৌধুরী, ও মোফাজ্জল হায়দার – বাংলা ভাষার ব্যাকরণ
বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১.বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন – (সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক:০৯)
-ম্যানুয়েল দ্য আসুম্পাসাও
২.বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন – (প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক:০১)
-এন.বি. হ্যালহেড
৩.কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগ বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন?
-ব্রাসি হ্যালহেড
৪.বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ গ্রন্থের রচয়িতা – (তথ্য ও মন্ত্রণালয়ের অধীন সহকারী পরিচালক:০৩)
-রামমোহন রায়
৫.রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কি? (২৭ তম বিসিএস)
-গৌড়ীয় ব্যাকরণ
৬.গৌড়িয় ব্যাকরণ রচনা করেছেন – (সহকারী খানা শিক্ষা অফিসার:১০)
-রাজা রামমোহন রায়
৭.বাংলা ভাষায় ব্যাকরণ কে লিখেন? (হাইকোর্টের রেজিস্ট্রার:৯৪)
-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৮.পাণিনি কে ছিলেন? (আমদানি রপ্তানি অধিদপ্তরের নির্বাহী অফিসার:০৭)
-বৈয়াকরণিক