Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#3503
সংঙ্গা: ‘ব্যাকরণ’ শব্দটি বুৎপত্তিগত অর্থ বিশেষ ভাবে বিশ্লেষণ। যে শাস্ত্রে কোনো ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগবিধি বিশদভাবে আলোচিত হয় তাকে ব্যাকরণ বলে।
*ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে ভাষার বিশ্লেষণ।
*বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়:
প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে। যেমন:
১.ধ্বনিতত্ত্ব
২.শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব
৩.বাক্যতত্ত্ব বা পদক্রম
৪.অর্থতত্ত্ব
এ ছাড়া অভিধান ছন্দ ও অলংকার প্রভৃতিও ব্যাকরণের আলোচ্য বিষয়।
ধ্বনিতত্ব: মানুষের বাক্য প্রতঙ্গ অর্থাৎ কন্ঠনালী, মুখবিবর, জিহ্বা, কোমল তালু. শক্ত তালু , দাত, মাড়ি, চোয়াল, ঠোট ইত্যাদির সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলা হয়।
ধ্বনিতত্ত্বে আলোচ্য বিষয়:
-ধ্বনি উচ্চারণপ্রণালী ও উচ্চারণের স্থান
-ধ্বনির পরিবর্তন ও লোপ
-ধ্বনির প্রতীক বা বর্নের বিন্যাস
-সন্ধি বা ধ্বনি সংযোগ
-ণত্ববিধি ও ষত্ববিধি
শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব: শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ। রূপ গঠন করে শব্দ । সেই জন্য শব্দ তত্ত্বকে রূপতত্ত্বও বলা হয়। রূপতত্ত্বের আলোচ্য বিষয়:
-শব্দ, শব্দরূপ, শব্দদ্বৈত, প্রত্যয়, পুরুষ, কারক-বিভক্তি, উপসর্, অনুসর্, সমাস, বাচ্য, বচন, লিঙ্গ
পদ: বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, অব্যয়, ক্রিয়া
বাক্যতত্ত্ব: বাক্যের মধ্যে কোন পদের পর কোন পদ বসে,কোন পদের স্থান কোথায় বাক্যতত্ত্বে এ সবের পূর্ন বিশ্লেষণ থাকে। বাক্যতত্ত্বকে পদক্রম বলা হয়।
বাক্যতত্ত্বে আলোচ্য বিষয়:
বাক্য ও বাক্য বিন্যাস: গঠনপ্রনালী, বিভিন্ন উপাদানের সংযোজন, বিয়োজন।
পদবিন্যাস: পদের স্থান বা ক্রম।
ছেদচিহ্ন।
অর্থতত্ত্ব: অর্থতত্ত্বের আলোচ্য বিষয় –
-শব্দের অর্থবিচার
-বাক্যের অর্থবিচার
-অর্থের বিভিন্ন প্রকারভেদ, যেমন: গৌণার্থ, বিপরীতার্থ ইত্যাদি।
বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১.ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে – (পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে অপারেটর:০২)
-ভাষার বিশ্লেষণ
২.’সন্ধি’ ব্যাকরনের কোন অংশের আলোচ্য বিষয়? (১৮ তম বিসিএস)
-ধ্বনিতত্ত্ব
৩.ক্রিয়ামূল, ক্রিয়ারকাল ও পুরুষ ইত্যাদি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? (মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক:০১)
-রূপতত্ত্বে
৪.ব্যাকরণের কোন অংশে ‘কারক’ সম্পর্কে আলোচনা করা হয়? (শ্রম অধিদপ্তরের রেজিষ্টার:০০)
-রূপতত্ত্বে
৫.’বচন’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? (মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় কর্মকর্তা:৯৮)
-রূপতত্ত্বে
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1238 Views
    by rana
    0 Replies 
    1731 Views
    by shihab
    0 Replies 
    2481 Views
    by mousumi
    0 Replies 
    17977 Views
    by tasnima
    0 Replies 
    2657 Views
    by afsara

     ক্যালডীয় সভ্যতার স্থপতি –নেবুচাঁদনেজার। […]

    বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত?-উঃ ঢা[…]

     ব্যাসবাক্যের অপর নাম কি?-উঃ বিগ্রহবাক্য।  সমাস […]

     প্রভাবতী সম্ভাবষণ কার রচনা ?-উঃ ঈশ্বরচন্দ্র বিদ্[…]