- Mon Sep 28, 2020 5:12 pm#3479
শব্দ: এক বা একাধিক ধ্বনি বা একাধিক ধ্বনি একত্রিত হয়ে যদি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তাকে শব্দ বলে।
বাক্যের একক হলো শব্দ।
শব্দের শ্রেনীবিভাগ:
ক.মৌলিক শব্দ: যে সব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙ্গে আলাদা করা যায় না সেগুলোকে মৌলিক শব্দ বলে। যেমন: গোলাপ, নাক, লাল।
খ.সাধিত শব্দ: যে সব শব্দকে বিশ্লেষণ করলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়, সেগুলোকে সাধিত শব্দ বলে। সাধারণত একাধিক শব্দের সমাস হয়ে কিংবা প্রত্যয় বা উপসর্ যোগ হয়ে সাধিত শব্দ গঠিত হয়ে থাকে। উদাহরণ:
ডুবুরি (ডুব+উরি),
চাঁদমুখ (চাঁদের মতো মুখ)
প্রশাসন (প্র+শাসন)
শীতল (শীত+ল)
নেয়ে (না+ইয়া)
নীলাকাশ (নীল যে আকাশ)
চলন্ত (চল+অন্ত)
গরমিল (গর+মিল)
গৌরব (গুরু+ষ্ণ) ইত্যাদি
বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১.বাক্যের একক কোনটি? (উপজেলা মহিলা কর্মকর্তা:০৫)
-শব্দ
২.বাক্যের মৌলিক উপাদান কোনটি? (থানা শিক্ষা অফিসার:০৪)
-শব্দ
৩.বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাংলা ভাষার শব্দসমূহকে কয়টি শ্রেনীতে ভাগ করা যায়? (সহকারী থানা শিক্ষা অফিসার:০৯)
-৩ প্রকার
৪.কোন শব্দকে বিশ্লেষণ করা যায় না – (উত্তরা ব্যাংক সহকারী অফিসার:০৮/বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক:০১)
-মৌলিক শব্দ
৫.মৌলিক শব্দ কোনটি? (১৪ তম বিসিএস/পূর্বালী ব্যাংক জুনিয়র অফিসার:০০)
-গোলাপ
দ্বিরুক্ত শব্দ নিয়ে আলোচনা
সংজ্ঞা: দ্বিরুক্ত অর্থ দুবার উক্ত হয়েছে এমন। বাংলা ভাষায় কোনো কোনো শব্দ পদ বা অনুকার শব্দ এক বার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে দুবার ব্যবহার করলে অন্য কোন সম্প্রসারিত অর্থ প্রকাশ করে। এ ধরণের শব্দের পরপর দুবার প্রয়োগেই দ্বিরুক্ত শব্দ ব্যবহৃত হয়।
যেমন:’আমার জ্বর জ্বর লাগছে। অর্থাৎ ঠিক জ্বর নয় জ্বরের ভাব অর্থে এই প্রয়োগ।
প্রকারভেদ: দ্বিরুক্ত শব্দ নানা রকম হতে পারে:
১.শব্দের দ্বিরুক্তি
২.পদের দ্বিরুক্তি
৩.অনুকার দ্বিরুক্তি
শব্দের দ্বিরুক্তি: ভাল ভাল ফল, বড় বড় বই।
পদের দ্বিরুক্তি:
বিশেষ্য পদযুগলে বিশেষণ রূপে ব্যবহার:
সামান্যতা বোঝাতে: আমার জ্বর জ্বর লাগছে।
আধিক্য বোঝাতে: ধামা ধামা ধান ।
বিশেষণ পদযুগলের বিশেষণ রূপে ব্যবহার:
সামান্যতা বোঝাতে: উড়ু উড়ু ভাব।
তীব্রতা বোঝাতে: নরম নরম হাত। লাল লাল গোলাপ।
বিভিন্ন প্রতিযোগীতামূলক পরিক্ষারপ্রশ্নোত্তর
১.’ডেকে ডেকে হয়রান হয়েছি’----এখানে ‘ডেকে ডেকে’ দ্বিরুক্তি কোন অর্থে? (খাদ্য অধিদপ্তর পরিদর্শক:০০)
-পৌন:পুনিকতা
২.বিশেষণ পদযোগে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি? (প্রাখমিক বিদ্যালয় সহকারী শিক্ষক:০০)
-লাল লাল ফুল
৩.সমার্থক যুগ্ম শব্দটি চিহিৃত করুন। (সঞ্চয় অধিদপ্তরের সহকারী পরিচালক:০৭)
-হাসি-খুশি
বাক্যের একক হলো শব্দ।
শব্দের শ্রেনীবিভাগ:
ক.মৌলিক শব্দ: যে সব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙ্গে আলাদা করা যায় না সেগুলোকে মৌলিক শব্দ বলে। যেমন: গোলাপ, নাক, লাল।
খ.সাধিত শব্দ: যে সব শব্দকে বিশ্লেষণ করলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়, সেগুলোকে সাধিত শব্দ বলে। সাধারণত একাধিক শব্দের সমাস হয়ে কিংবা প্রত্যয় বা উপসর্ যোগ হয়ে সাধিত শব্দ গঠিত হয়ে থাকে। উদাহরণ:
ডুবুরি (ডুব+উরি),
চাঁদমুখ (চাঁদের মতো মুখ)
প্রশাসন (প্র+শাসন)
শীতল (শীত+ল)
নেয়ে (না+ইয়া)
নীলাকাশ (নীল যে আকাশ)
চলন্ত (চল+অন্ত)
গরমিল (গর+মিল)
গৌরব (গুরু+ষ্ণ) ইত্যাদি
বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১.বাক্যের একক কোনটি? (উপজেলা মহিলা কর্মকর্তা:০৫)
-শব্দ
২.বাক্যের মৌলিক উপাদান কোনটি? (থানা শিক্ষা অফিসার:০৪)
-শব্দ
৩.বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাংলা ভাষার শব্দসমূহকে কয়টি শ্রেনীতে ভাগ করা যায়? (সহকারী থানা শিক্ষা অফিসার:০৯)
-৩ প্রকার
৪.কোন শব্দকে বিশ্লেষণ করা যায় না – (উত্তরা ব্যাংক সহকারী অফিসার:০৮/বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক:০১)
-মৌলিক শব্দ
৫.মৌলিক শব্দ কোনটি? (১৪ তম বিসিএস/পূর্বালী ব্যাংক জুনিয়র অফিসার:০০)
-গোলাপ
দ্বিরুক্ত শব্দ নিয়ে আলোচনা
সংজ্ঞা: দ্বিরুক্ত অর্থ দুবার উক্ত হয়েছে এমন। বাংলা ভাষায় কোনো কোনো শব্দ পদ বা অনুকার শব্দ এক বার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে দুবার ব্যবহার করলে অন্য কোন সম্প্রসারিত অর্থ প্রকাশ করে। এ ধরণের শব্দের পরপর দুবার প্রয়োগেই দ্বিরুক্ত শব্দ ব্যবহৃত হয়।
যেমন:’আমার জ্বর জ্বর লাগছে। অর্থাৎ ঠিক জ্বর নয় জ্বরের ভাব অর্থে এই প্রয়োগ।
প্রকারভেদ: দ্বিরুক্ত শব্দ নানা রকম হতে পারে:
১.শব্দের দ্বিরুক্তি
২.পদের দ্বিরুক্তি
৩.অনুকার দ্বিরুক্তি
শব্দের দ্বিরুক্তি: ভাল ভাল ফল, বড় বড় বই।
পদের দ্বিরুক্তি:
বিশেষ্য পদযুগলে বিশেষণ রূপে ব্যবহার:
সামান্যতা বোঝাতে: আমার জ্বর জ্বর লাগছে।
আধিক্য বোঝাতে: ধামা ধামা ধান ।
বিশেষণ পদযুগলের বিশেষণ রূপে ব্যবহার:
সামান্যতা বোঝাতে: উড়ু উড়ু ভাব।
তীব্রতা বোঝাতে: নরম নরম হাত। লাল লাল গোলাপ।
বিভিন্ন প্রতিযোগীতামূলক পরিক্ষারপ্রশ্নোত্তর
১.’ডেকে ডেকে হয়রান হয়েছি’----এখানে ‘ডেকে ডেকে’ দ্বিরুক্তি কোন অর্থে? (খাদ্য অধিদপ্তর পরিদর্শক:০০)
-পৌন:পুনিকতা
২.বিশেষণ পদযোগে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি? (প্রাখমিক বিদ্যালয় সহকারী শিক্ষক:০০)
-লাল লাল ফুল
৩.সমার্থক যুগ্ম শব্দটি চিহিৃত করুন। (সঞ্চয় অধিদপ্তরের সহকারী পরিচালক:০৭)
-হাসি-খুশি
nazimuddin504415 liked this