- Mon Jun 08, 2020 11:01 am#2710
১। ক্রিয়া পদের মূল অংশকে বলা হয় — ধাতু [১০ম, ১২তম]
২। বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে — পদ। [১১তম]
৩। কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে — লেখাপড়া কর, নতুবা ফেল করবে। [১৩তম]
৪। জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত — নদী। [১৪তম]
৫। কোনটি বিশেষণ জাতীয় শব্দ — জীবনী। [১৪তম]
৬। ‘ইচ্ছা’ বিশেষ্যের বিশেষণ কোনটি — ঐচ্ছিক। [১৫তম]
৭। বিভক্তিহীন নামশব্দকে কী বলে — প্রাতিপদিক। [১৮তম]
৮। ‘মরি মরি! কী সুন্দর প্রভাতের রূপ’—বাক্যে ‘মরি মরি’ কোন শ্রেণির অব্যয় — অনন্বয়ী। [১৮তম]
৯। ‘পদ’ বলতে কী বুঝায় — বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু। [২০তম]
১০। ‘ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ!’ —এই বাক্যের ‘কী’—এর অর্থ — বিরক্তি। [২২তম]
১১। যে পদের বাক্যের ক্রিয়াপদটির গুণ, প্রকৃতি, তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বুঝায়, তাকে বলা হয় — ক্রিয়াবিশেষণ। [২৩তম]
১২। ‘সুন্দর মাত্রই একটা আকর্ষণ শক্তি আছে।’— এই বাক্যে সুন্দর শব্দটি কোন পদ — বিশেষ্য। [২৪তম(বাতিল)]
১৩। ‘লাজ’ কোন ধরনের শব্দ — বিশেষ্য। [২৪তম (বাতিল)]
১৪। তুমি এতক্ষণ কী করেছে? —এই বাক্যে কী কোন পদ — সর্বনাম। [২৪তম]
১৫। ‘লবণ’ শব্দের বিশেষ্য?— নোকতা/ লবণাক্ত/ লাবণ্য/ ললিত। [৩৫তম]
নোট: লবণ শব্দটি বিশেষ্যপদ যার অর্থ ক্ষারযুক্ত দ্রব্য বা নুন। এর বিশেষণ ‘লবণাক্ত’। এখানে সঠিক উত্তর নেই।
১৬। নিচের কোনটি বিশেষ্য পদ — গৈরিক, গাম্ভীয। [৩৬তম]
১৬। এ যে আমার চেনা লোক —বাক্যে ‘চেনা’ কোন পদ — বিশেষণ। [৩৬তম]
১৭। ‘তুমি তো ভারি সুন্দর ছবি আঁক! —বাক্যটিতে যে অব্যয় এসেছে — অনন্বয়ী অব্যয়। [৩৯তম]
#সংগৃহীত
২। বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে — পদ। [১১তম]
৩। কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে — লেখাপড়া কর, নতুবা ফেল করবে। [১৩তম]
৪। জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত — নদী। [১৪তম]
৫। কোনটি বিশেষণ জাতীয় শব্দ — জীবনী। [১৪তম]
৬। ‘ইচ্ছা’ বিশেষ্যের বিশেষণ কোনটি — ঐচ্ছিক। [১৫তম]
৭। বিভক্তিহীন নামশব্দকে কী বলে — প্রাতিপদিক। [১৮তম]
৮। ‘মরি মরি! কী সুন্দর প্রভাতের রূপ’—বাক্যে ‘মরি মরি’ কোন শ্রেণির অব্যয় — অনন্বয়ী। [১৮তম]
৯। ‘পদ’ বলতে কী বুঝায় — বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু। [২০তম]
১০। ‘ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ!’ —এই বাক্যের ‘কী’—এর অর্থ — বিরক্তি। [২২তম]
১১। যে পদের বাক্যের ক্রিয়াপদটির গুণ, প্রকৃতি, তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বুঝায়, তাকে বলা হয় — ক্রিয়াবিশেষণ। [২৩তম]
১২। ‘সুন্দর মাত্রই একটা আকর্ষণ শক্তি আছে।’— এই বাক্যে সুন্দর শব্দটি কোন পদ — বিশেষ্য। [২৪তম(বাতিল)]
১৩। ‘লাজ’ কোন ধরনের শব্দ — বিশেষ্য। [২৪তম (বাতিল)]
১৪। তুমি এতক্ষণ কী করেছে? —এই বাক্যে কী কোন পদ — সর্বনাম। [২৪তম]
১৫। ‘লবণ’ শব্দের বিশেষ্য?— নোকতা/ লবণাক্ত/ লাবণ্য/ ললিত। [৩৫তম]
নোট: লবণ শব্দটি বিশেষ্যপদ যার অর্থ ক্ষারযুক্ত দ্রব্য বা নুন। এর বিশেষণ ‘লবণাক্ত’। এখানে সঠিক উত্তর নেই।
১৬। নিচের কোনটি বিশেষ্য পদ — গৈরিক, গাম্ভীয। [৩৬তম]
১৬। এ যে আমার চেনা লোক —বাক্যে ‘চেনা’ কোন পদ — বিশেষণ। [৩৬তম]
১৭। ‘তুমি তো ভারি সুন্দর ছবি আঁক! —বাক্যটিতে যে অব্যয় এসেছে — অনন্বয়ী অব্যয়। [৩৯তম]
#সংগৃহীত