- Sat Apr 18, 2020 9:28 pm#2534
য
যক্ষের ধন - কৃপণের কড়ি
যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় - যেখানে ভয়, সেখানে বিপদ হয়।
যত গর্জে তত বর্ষে না - আড়ম্বরের তুলনায় কম কাজকর্ম।
যদি হয় সুজন তেঁতুল পাতায় ন জন - মিলে মিশে কাজ করলে অসম্ভবকে সম্ভব করা যায়।
যবনিকা পতন - পরিসমাপ্তি।
যম-যন্ত্রণা - মৃত্যু যন্ত্রণা।
যমের অরুচি - সহজে মরে না।
যমের দোসর - ভয়ানক লোক।
যার লাঠি তারমাটি - জোর যার মুল্লক তার।
যাহা বাহান্ন তাহা তিপ্পান্ন - খুব সামান্য তফাত।
র
রাই কুড়িয়ে বেল - ক্ষুদ্র সঞ্চয়ে বৃহৎ
রুই-কাতলা - পদস্থ বা নেতৃস্থানীয় ব্যক্তি।
রাঘব বোয়াল - সর্বগ্রাসী ক্ষমতাসীন ব্যক্তি।
রাজা উজির মারা - বড় বড় গল্প।
রাজঘোটক - চমৎকার মিলন।
রথ দেখা কলা বেচা - এক ঢিলে দুই পাখি মারা।
রাবণের চিতা - চির অশান্তি।
রাবণের গোষ্ঠী - বড় পরিবার।
রাম রাজত্ব - শান্তি-শৃঙ্খলাযুক্ত রাজ্য।
রামগরুড়ের ছানা - গোমড়ামুখো লোক।
রাশভারি - গম্ভীর প্রকৃতির।
রাহুর দশা - দুঃসময়।
রক্ত গঙ্গা করা - খুনাখুনি করা।
রক্তের টান - স্বজনপ্রীতি।
ল
লম্বা দেয়া - চম্পট দেয়া।
লাগে টাকা দেবে গৌরী সেন - চাওয়া মাত্র যার কাছে টাকা পাওয়া যায়।
লেজে গোবরে করা - বিশৃঙ্খালা।
লেজে পা পড়া - স্বার্থে আঘাত লাগা।
লালবাতি জ্বালানো - ধ্বংস হওয়া।
লেফাফা দুরস্ত - বাইরের পরিপাটি।
শ
শকুনি মামা - কুচক্রী লোক।
শাক দিয়ে মাছ ঢাকা - দোষ গোপনের বৃথা চেষ্টা।
শাঁখের করাত - উভয় সংকট।
শ্বেতহস্তী পোষা - কর্মচারীদের জন্য অধিক অর্থব্যয়।
শনির দশা - দুঃসময়।
শনির দৃষ্টি - কুদৃষ্টি।
শাপের বর - অনিষ্টে ইষ্ট লাভ।
শরতের শিশির - সুসময়ের বন্ধু।
শ্যাম রাখি না কুল রাখি - উভয় সংকট।
শিরে সংক্রান্তি - আসন্ন বিপদ।
শিয়ালের যুক্তি - অকেজো যুক্তি।
ষ
ষোলআনা - সম্পূর্ণ
ষোলকলা - সম্পূর্ণ।
স
সুখের পায়রা - সুসময়ের বন্ধু।
সুখে থাকতে ভুতে কিলায় - স্বেচ্ছায় দুঃখ বরণকারী।
সাত পাঁচ ভাবা - নানা রকম চিন্তা।
সাত সতেরো - অপ্রয়োজনীয় কথা।
সাত খুন মাফ - অত্যধিক প্রশ্রয়।
সোনার কাঠি রূপোর কাঠি - বাচা মরার বস্তু।
সোনার পাথরবাটি - অসম্ভব বস্তু।
সোনায় সোহাগা - মণি কাঞ্চন যোগ।
সাপে নেউলে - শত্রুভাবাপন্ন।
সাপের ছুঁচো পা দেখা - গর্বে অন্ধ হওয়া।
সাপের ছুঁচো গেলা - উভয় সঙ্কটে পড়া।
সবুরে মেওয়া ফলে - ধৈর্য ধরলে যথা সময়ে ফল পাওয়া যায়।
সাপও মরে লাঠিও না ভাঙ্গে - উভয় কুল রক্ষা।
সবে ধন নীলমণি - একমাত্র সন্তান।
সপ্তমে চড়া - প্রচণ্ড উত্তেজনা।
সস্তার তিন অবস্থা - সস্তার জিনিস প্রায়ই খারাপ থাকে।
স্বখাত সলিল - নিজ বিপদ ডাকা।
সাক্ষ্মী গোপাল - নিস্ক্রিয় দর্শক।
হ
হ-য-ব-র-ল - বিশৃঙ্খলা।
হাটে হাঁড়ি ভাঙা - গোপন কথা প্রকাশ।
হাতির পাঁচ পা দেখা - দুঃসাহসী হওয়া।
হাতির খোরাক - যে বেশি পরিমাণে আহার করে।
হাত দিয়ে হাতি ঠেলা - অসম্ভবকে সম্ভবপর করতে চেষ্টা করা।
হাতের লক্ষী পায়ে ঠেলা - সুযোগ হেলায় হারানো।
হরিষে বিষাদ - আনন্দে বিষাদ।
হালে পানি পাওয়া - সুবিধা করা।
হাড় হাভাতে - হতভাগ্য।
হাড় জুড়ানো - শান্তি পাওয়া।
হাড়ে বাতাস লাগা - শান্তি পাওয়া।
হাড়ে দুর্বা গজানো - অত্যন্ত কুঁড়ে।
হাড়ে হাড়ে চেনা - মর্মান্তিকভাবে চেনা।
হাড়হদ্দ - নাড়ি নক্ষত্র।
হস্তীমুর্খ - বোকা।
যক্ষের ধন - কৃপণের কড়ি
যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় - যেখানে ভয়, সেখানে বিপদ হয়।
যত গর্জে তত বর্ষে না - আড়ম্বরের তুলনায় কম কাজকর্ম।
যদি হয় সুজন তেঁতুল পাতায় ন জন - মিলে মিশে কাজ করলে অসম্ভবকে সম্ভব করা যায়।
যবনিকা পতন - পরিসমাপ্তি।
যম-যন্ত্রণা - মৃত্যু যন্ত্রণা।
যমের অরুচি - সহজে মরে না।
যমের দোসর - ভয়ানক লোক।
যার লাঠি তারমাটি - জোর যার মুল্লক তার।
যাহা বাহান্ন তাহা তিপ্পান্ন - খুব সামান্য তফাত।
র
রাই কুড়িয়ে বেল - ক্ষুদ্র সঞ্চয়ে বৃহৎ
রুই-কাতলা - পদস্থ বা নেতৃস্থানীয় ব্যক্তি।
রাঘব বোয়াল - সর্বগ্রাসী ক্ষমতাসীন ব্যক্তি।
রাজা উজির মারা - বড় বড় গল্প।
রাজঘোটক - চমৎকার মিলন।
রথ দেখা কলা বেচা - এক ঢিলে দুই পাখি মারা।
রাবণের চিতা - চির অশান্তি।
রাবণের গোষ্ঠী - বড় পরিবার।
রাম রাজত্ব - শান্তি-শৃঙ্খলাযুক্ত রাজ্য।
রামগরুড়ের ছানা - গোমড়ামুখো লোক।
রাশভারি - গম্ভীর প্রকৃতির।
রাহুর দশা - দুঃসময়।
রক্ত গঙ্গা করা - খুনাখুনি করা।
রক্তের টান - স্বজনপ্রীতি।
ল
লম্বা দেয়া - চম্পট দেয়া।
লাগে টাকা দেবে গৌরী সেন - চাওয়া মাত্র যার কাছে টাকা পাওয়া যায়।
লেজে গোবরে করা - বিশৃঙ্খালা।
লেজে পা পড়া - স্বার্থে আঘাত লাগা।
লালবাতি জ্বালানো - ধ্বংস হওয়া।
লেফাফা দুরস্ত - বাইরের পরিপাটি।
শ
শকুনি মামা - কুচক্রী লোক।
শাক দিয়ে মাছ ঢাকা - দোষ গোপনের বৃথা চেষ্টা।
শাঁখের করাত - উভয় সংকট।
শ্বেতহস্তী পোষা - কর্মচারীদের জন্য অধিক অর্থব্যয়।
শনির দশা - দুঃসময়।
শনির দৃষ্টি - কুদৃষ্টি।
শাপের বর - অনিষ্টে ইষ্ট লাভ।
শরতের শিশির - সুসময়ের বন্ধু।
শ্যাম রাখি না কুল রাখি - উভয় সংকট।
শিরে সংক্রান্তি - আসন্ন বিপদ।
শিয়ালের যুক্তি - অকেজো যুক্তি।
ষ
ষোলআনা - সম্পূর্ণ
ষোলকলা - সম্পূর্ণ।
স
সুখের পায়রা - সুসময়ের বন্ধু।
সুখে থাকতে ভুতে কিলায় - স্বেচ্ছায় দুঃখ বরণকারী।
সাত পাঁচ ভাবা - নানা রকম চিন্তা।
সাত সতেরো - অপ্রয়োজনীয় কথা।
সাত খুন মাফ - অত্যধিক প্রশ্রয়।
সোনার কাঠি রূপোর কাঠি - বাচা মরার বস্তু।
সোনার পাথরবাটি - অসম্ভব বস্তু।
সোনায় সোহাগা - মণি কাঞ্চন যোগ।
সাপে নেউলে - শত্রুভাবাপন্ন।
সাপের ছুঁচো পা দেখা - গর্বে অন্ধ হওয়া।
সাপের ছুঁচো গেলা - উভয় সঙ্কটে পড়া।
সবুরে মেওয়া ফলে - ধৈর্য ধরলে যথা সময়ে ফল পাওয়া যায়।
সাপও মরে লাঠিও না ভাঙ্গে - উভয় কুল রক্ষা।
সবে ধন নীলমণি - একমাত্র সন্তান।
সপ্তমে চড়া - প্রচণ্ড উত্তেজনা।
সস্তার তিন অবস্থা - সস্তার জিনিস প্রায়ই খারাপ থাকে।
স্বখাত সলিল - নিজ বিপদ ডাকা।
সাক্ষ্মী গোপাল - নিস্ক্রিয় দর্শক।
হ
হ-য-ব-র-ল - বিশৃঙ্খলা।
হাটে হাঁড়ি ভাঙা - গোপন কথা প্রকাশ।
হাতির পাঁচ পা দেখা - দুঃসাহসী হওয়া।
হাতির খোরাক - যে বেশি পরিমাণে আহার করে।
হাত দিয়ে হাতি ঠেলা - অসম্ভবকে সম্ভবপর করতে চেষ্টা করা।
হাতের লক্ষী পায়ে ঠেলা - সুযোগ হেলায় হারানো।
হরিষে বিষাদ - আনন্দে বিষাদ।
হালে পানি পাওয়া - সুবিধা করা।
হাড় হাভাতে - হতভাগ্য।
হাড় জুড়ানো - শান্তি পাওয়া।
হাড়ে বাতাস লাগা - শান্তি পাওয়া।
হাড়ে দুর্বা গজানো - অত্যন্ত কুঁড়ে।
হাড়ে হাড়ে চেনা - মর্মান্তিকভাবে চেনা।
হাড়হদ্দ - নাড়ি নক্ষত্র।
হস্তীমুর্খ - বোকা।