- Mon Jan 06, 2020 2:48 pm#2206
বাগধারা ও প্রবাদঃ পর্ব ৭
থ
থ বনে যাওয়া - স্তম্ভিত হওয়া
থতমত খাওয়া - কিংকর্তব্যবিমূঢ় হওয়া
থানা পুলিশ করা - নালিশ করা
দ
দা-কুমড় - অহিনকুল
দু মুখো সাপ - দুজনকে দু রকম কথা বলে শত্রুতা সৃষ্টিকারী
দাঁও মারা - মোটা অংক লাভ করা
দুধের মাছি - সু সময়ের বন্ধু
দুধে ভাতে থাকা - ভোগে বা ঐশ্বর্যে থাকা
দস্ত-ব-দস্ত - হাতে হাতে
দুধ কলা দিয়ে সাপ পোষা - শত্রুকে সযত্নে লালনপালন করা
দহরম মহরম - অন্তরঙ্গতা
ধ
ধান ভানতে শিবের গীত - অপ্রাসঙ্গিক কথার অবতারণা
ধর্মের কল - সত্য
ধর্মের ষাঁড় - স্বেচ্ছাচারী ব্যক্তি
ধর্মপুত্র যুধিষ্ঠির - অত্যন্ত ধার্মিক
ধামা ধরা - চাটুকারিতা
ধর্মের ঢাক আপনি বাজে - পাপ কখনো চাপা থাকে না
ধরাকে সরা জ্ঞান করা - সকলকে তুচ্ছ ভাবা
ধরি মাছ না ছুঁই পানি - কৌশলে কার্যোদ্ধার
ন
নেই আঁকড়া - এক গুঁয়ে
নাক সিটকানো - অবজ্ঞা করা
নাকে তেল দিয়ে ঘুমানো - নিশ্চিত থাকা
নকড়া ছকড়া - হেলাফেলা করা
নখ দর্পণে - পুঙ্খানুপুঙ্খভাবে আয়ত্ত
নাচতে না জানলে উঠোন ভাঙা - অকর্মণ্য ব্যক্তি কাজে অসফলতার পর অন্যের দোষ দেয়
নিজের চরকায় তেল দেয়া - অন্যের কাজে মাথা না ঘামিয়ে নিজের কাজে মনোযোগ দেয়া
ননীর পুতুল - শ্রমবিমুখ
নবমীর দশা - মূর্ছা
নাম ডুবানো - গৌরব বিসর্জন দেওয়া
নিরানব্বইয়ের ধাক্কা - সঞ্চয়ের প্রবৃত্তি
নয় ছয় - অপচয়
প
পাকা ধানে মই দেয়া - বিপুল ক্ষতি করা
পুকুর চুরি - বড় রকমের চুরি
পগার পার হওয়া - পলায়ন করা
পটল তোলা - অক্কা পাওয়া
পেটে ভাতে - শুধু আহার্য
পেটের শত্রু - যে সন্তান মা’র দুঃখের কারণ
পুঁটি মাছের প্রাণ - ক্ষুদ্র প্রাণ
পঞ্চত্ব প্রাপ্ত হওয়া - মারা যাওয়া
পটল তোলা - মারা যাওয়া
পাথরে পাঁচকিল - অদৃষ্ট যার সুপ্রসন্ন
পান থেকে চুন খসা - সামান্য ত্রুটি হওয়া
পান্তা ভাতে ঘি - অপব্যবহার
পাপের ধন প্রায়শ্চিতে যায় - অসদুপায়ে অর্জিত ধন নষ্ট হয়
পর্বতের মূষিক প্রসব - বিরাট সম্ভাবনা
পরের ধনে পোদ্দারি - অন্যের টাকায় বাহাদুরি
পরের মাথায় কাঁঠাল ভাঙ্গা - পরকে কষ্ট দিয়ে নিজের স্বার্থোদ্ধার
পুরনো কাসুন্দি ঘাটা - অপ্রীতিকর আলোচনা
পশ্চিমদিকে সূর্য উঠা - অসম্ভব ব্যাপার
পালের গোদা - দলপতি
পোয়া বারো - সুসময়
পায়াভারী - অহংকার
থ
থ বনে যাওয়া - স্তম্ভিত হওয়া
থতমত খাওয়া - কিংকর্তব্যবিমূঢ় হওয়া
থানা পুলিশ করা - নালিশ করা
দ
দা-কুমড় - অহিনকুল
দু মুখো সাপ - দুজনকে দু রকম কথা বলে শত্রুতা সৃষ্টিকারী
দাঁও মারা - মোটা অংক লাভ করা
দুধের মাছি - সু সময়ের বন্ধু
দুধে ভাতে থাকা - ভোগে বা ঐশ্বর্যে থাকা
দস্ত-ব-দস্ত - হাতে হাতে
দুধ কলা দিয়ে সাপ পোষা - শত্রুকে সযত্নে লালনপালন করা
দহরম মহরম - অন্তরঙ্গতা
ধ
ধান ভানতে শিবের গীত - অপ্রাসঙ্গিক কথার অবতারণা
ধর্মের কল - সত্য
ধর্মের ষাঁড় - স্বেচ্ছাচারী ব্যক্তি
ধর্মপুত্র যুধিষ্ঠির - অত্যন্ত ধার্মিক
ধামা ধরা - চাটুকারিতা
ধর্মের ঢাক আপনি বাজে - পাপ কখনো চাপা থাকে না
ধরাকে সরা জ্ঞান করা - সকলকে তুচ্ছ ভাবা
ধরি মাছ না ছুঁই পানি - কৌশলে কার্যোদ্ধার
ন
নেই আঁকড়া - এক গুঁয়ে
নাক সিটকানো - অবজ্ঞা করা
নাকে তেল দিয়ে ঘুমানো - নিশ্চিত থাকা
নকড়া ছকড়া - হেলাফেলা করা
নখ দর্পণে - পুঙ্খানুপুঙ্খভাবে আয়ত্ত
নাচতে না জানলে উঠোন ভাঙা - অকর্মণ্য ব্যক্তি কাজে অসফলতার পর অন্যের দোষ দেয়
নিজের চরকায় তেল দেয়া - অন্যের কাজে মাথা না ঘামিয়ে নিজের কাজে মনোযোগ দেয়া
ননীর পুতুল - শ্রমবিমুখ
নবমীর দশা - মূর্ছা
নাম ডুবানো - গৌরব বিসর্জন দেওয়া
নিরানব্বইয়ের ধাক্কা - সঞ্চয়ের প্রবৃত্তি
নয় ছয় - অপচয়
প
পাকা ধানে মই দেয়া - বিপুল ক্ষতি করা
পুকুর চুরি - বড় রকমের চুরি
পগার পার হওয়া - পলায়ন করা
পটল তোলা - অক্কা পাওয়া
পেটে ভাতে - শুধু আহার্য
পেটের শত্রু - যে সন্তান মা’র দুঃখের কারণ
পুঁটি মাছের প্রাণ - ক্ষুদ্র প্রাণ
পঞ্চত্ব প্রাপ্ত হওয়া - মারা যাওয়া
পটল তোলা - মারা যাওয়া
পাথরে পাঁচকিল - অদৃষ্ট যার সুপ্রসন্ন
পান থেকে চুন খসা - সামান্য ত্রুটি হওয়া
পান্তা ভাতে ঘি - অপব্যবহার
পাপের ধন প্রায়শ্চিতে যায় - অসদুপায়ে অর্জিত ধন নষ্ট হয়
পর্বতের মূষিক প্রসব - বিরাট সম্ভাবনা
পরের ধনে পোদ্দারি - অন্যের টাকায় বাহাদুরি
পরের মাথায় কাঁঠাল ভাঙ্গা - পরকে কষ্ট দিয়ে নিজের স্বার্থোদ্ধার
পুরনো কাসুন্দি ঘাটা - অপ্রীতিকর আলোচনা
পশ্চিমদিকে সূর্য উঠা - অসম্ভব ব্যাপার
পালের গোদা - দলপতি
পোয়া বারো - সুসময়
পায়াভারী - অহংকার