Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#2203
বাগধারা ও প্রবাদঃ পর্ব ৪

খেজুলে আলাপ - অকাজের কথা
খণ্ড প্রলয় - তুমুল কাণ্ড
খণ্ড কপালে - দুর্ভাগ্য
খাল কেটে কুমির আনা - নিজ দোষে বিপদে পড়া
খয়ের খাঁ - চাটুকার/মোসাহেব

গা ঢাকা দেয়া - আত্নগোপন করা
গো-মুর্খ - জড়বুদ্ধি
গোকুলের ষাঁড় - স্বেচ্ছাচারী, ভবঘুরে
গজেন্দ্র গমন/গদাই লস্করি চাল - মৃদু মন্থর গমন/আলসেমি
গাছে কাঁঠাল গোঁফে তেল - প্রাপ্তির পূর্বেই ভোগের আয়োজন
গাছে তুলে মই কাড়া - সাহায্যের আশা দিয়ে সাহায্য না করা
গাছে না উঠতে এক কাঁদি - কাজে অবতীর্ণ হওয়া মাত্র ফল প্রাপ্তির আশা
গোদের উপর বিষফোঁড়া - যন্ত্রণার উপর যন্ত্রণা
গড্ডলিকা প্রবাহ - অন্ধ অনুকরণ
গণ্ডায় আণ্ডা দেয়া - ফাঁকি দেয়া
গণেশ উল্টানো - ফেল মারা
গুণ গাওয়া - প্রশংসা করা
গোঁফ খেজুরে - নিতান্ত অলস
গোবৈদ্য - আনাড়ী চিকিৎসক
গোবরে পদ্মফুল - নীচ কুলে মহৎ ব্যক্তি
গোবর গণেশ - মূর্খ
গরু মেরে জুতা দান - বড় ক্ষতি করে সামান্য পূরণ
গৌর চন্দ্রিকা - ভূমিকা, ভণিতা
গলগ্রহ - পরের বোঝা স্বরূপ থাকা
গলায় গলায় ভাব - সৌহার্দ্য, গভীর ভাব
গলাগলি - ঘনিষ্ঠতা
গোল্লায় যাওয়া - অধঃপাতে যাওয়া
গোড়া কেটে আগায় জল ঢালা - জ্ঞাতসারে ক্ষতি করে পরে সংশোধনের প্রয়াস
গোড়ায় গলদ - শুরুতে ভুল
গুড়ে বালি - আশায় নৈরাশ্য
গোঁয়ার গোবিন্দ - নির্বোধ অথচ হঠকারী
গেঁয়ো যোগী ভিখ পায় না - নিজ দেশে গুণীর আদর নেই
গায়ে কাঁটা দেয়া - ভয়ে শিউরে ওঠা
গায়ে ফুঁ দিয়ে বেড়ানো - কোনো দায়িত্ব গ্রহণ না করা
গায়ে হাত তোলা - প্রহার করা
গায়ে পড়া - অনধিকার চর্চা
গায়ে মানে না আপনি মোড়ল - স্বয়ংসিদ্ধ নেতা

ঘা খাওয়া - কষ্ট পাওয়া
ঘাটের মরা - অতি বৃদ্ধ
ঘটিরাম - অপদার্থ, অযোগ্য
ঘর ভাঙানো - সংসার বিনষ্ট করা
ঘরে আগুন দেয়া - সংসারে বিবাদ বাধানো
ঘরের ঢেঁকি কুমীর - বলিষ্ঠ ও ভোজনপটু অথচ অলস
ঘর জ্বালানো পর ভুলানো - আত্নীয়ের কষ্টদায়ক অথচ অপরের প্রিয়
ঘোড়া রোগ - সাধ্যের অতিরিক্ত সাধ
ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া - মধ্যবর্তীকে অতিক্রম করে কাজ করা
ঘোড়ার ডিম - অলীক বস্তু
ঘোড়ার ঘাস কাটা - বাজে কাজ করা
ঘাঘু - অভিজ্ঞ
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    191 Views
    by tasnima
    0 Replies 
    197 Views
    by mousumi

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]